For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিরন্দাজিতে বিশ্বসেরা ভারত, কম্পাউন্ড তিরন্দাজরা জিতলেন টানা দ্বিতীয় সোনা

Google Oneindia Bengali News

বিশ্ব তিরন্দাজিতে ফের সেরা ভারত। ভারতের কম্পাউন্ড তিরন্দাজির দল দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে ফ্রান্সকে পরাস্ত করে সোনা জিতল। ওয়ার্ল্ড কাপ স্টেজে ভারতীয় কম্পাউন্ড দলের এটি টানা দ্বিতীয় সোনা। স্টেজ ওয়ান ফাইনালে এর আগে সোনা এসেছিল ভারতের দখলে। এবার ফের তার পুনরাবৃত্তি ঘটালেন অভিষেক বর্মা, আমন সাইনি ও রজত চৌহান। সোনা জয়ের পর পুষ্পা স্টাইলে সেলিব্রেশনের ছবিও ভাইরাল হয়েছে।

ভারতের কম্পাউন্ড তিরন্দাজরা জিতলেন টানা দ্বিতীয় সোনা

(ছবি- আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া/ওয়ার্ল্ড আর্চারি)

ভারতীয় দল এই প্রতিযোগিতায় নেমেছিল চতুর্থ বাছাই হিসেবে। ফ্রান্স ছিল ষষ্ঠ বাছাই। প্রথমে পিছিয়ে পড়লেও দারুণ কামব্যাক করে ভারতীয় কম্পাউন্ড দল তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ ২-র সোনাটি জিতল ২৩২-২৩০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে। ফ্রান্স দলের হয়ে নেমেছিলেন আদ্রিয়ান গঁতিয়ের, জিন ফিলিপ বৌলচ ও কেঁতি ব্যারের। গত এপ্রিলে অনুষ্ঠিত আগের বিশ্বকাপেও ফ্রান্সকে মাত্র ১ পয়েন্টে পরাস্ত করেই সোনা জিতেছিল ভারতের এই তিরন্দাজি দল। পরিকাঠামোগত সহযোগিতা প্রদান ও আদর্শ পরিবেশ তৈরি করে অনুশীলনের বন্দোবস্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্য়াণমন্ত্রী অনুরাগ ঠাকুর, সাইকে ধন্যবাদ জানিয়েছেন আমন। পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সংগীত শোনার অভিজ্ঞতা যে তাঁদের গর্বিত করেছে সে কথাও জানান তিনি।

মিক্সড টিমের হয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন অভিষেক বর্মা ও অবনীত কৌর। তাঁরা ১৫৬-১৫৫ ব্যবধানে জয়লাভ করেন তুরস্কের বিরুদ্ধে। মহিলা দলের হয়ে ব্রোঞ্জ জেতার সুবাদে কৌর বিশ্বকাপে দুটি পদক নিশ্চিত করেন। ভারতের এই জুটি নেমেছিল ষষ্ঠ বাছাই হিসেবে। একটা সময় ৩৯-৩৯ ফল থাকলেও দ্বিতীয় এন্ডে ভারত চতুর্থ বাছাই তুরস্কের তিরন্দাজদের কাছে পিছিয়ে পড়ে ৭৭-৭৯ ব্যবধানে। তৃতীয় এন্ডে পয়েন্টের ব্যবধান কমিয়ে ১-এ নিয়ে আসেন বর্মা ও কৌর। চতুর্থ তথা শেষ এন্ডে একটি এক্স-সহ চারটি ১০ মেরে ভারত পদক নিশ্চিত করে।

English summary
Indian Men's Compound Archery Team Win Successive World Cup Gold Medals. India Came From Behind To Prevail Over France By Two Points In The Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X