হকির প্রো কবাডি টুর্নামেন্টে ভারতের হোম ম্যাচগুলি কোথায় দেখবেন জানুন, দেখুন ভারতের ম্যাচের সূচি
সোমবার ২০২০ সালে হকির প্রো কবাডি লিগের ম্যাচের ভেন্যু প্রকাশ পেল। আন্তর্জাতিক হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি অনুয়ায়ী ভারতীয় দলের হোম ম্যাচগুলি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হতে চলেছে।

এই মুহূর্তে ভুবনেশ্বরকে ভারতের 'হকি হাব' বলা চলে। দেশের মাটিতে হকির বড় টুর্নামেন্টের আসরগুলি এই ভুবনেশ্বরেই আয়োজিত হয়। সম্প্রতি অলিম্পিক কোয়ালিফায়ার্সের ম্যাচ ভুবনেশ্বরে হয়েছে।
ভারতের হোম ম্যাচগুলি যেমন ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে, তেমননি অস্ট্রেলিয়ার হোম ম্যাচ পারথ ও সিডনিতে হতে চলেছে। ইংল্যান্ড তাদের হোম ম্যাচ লন্ডনে খেলবে। ২০২০ সালে টুর্নামেন্ট শুরু ১১ জানুয়ারি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে চিন। টুর্নামেন্ট চলবে ২৮ জুন পর্যন্ত।
একনজরে হকি প্রো লিগের দ্বিতীয় সংস্করণে ভারতের ম্যাচ সূচি
১) ভারতীয় দলের প্রথম ম্যাচ নেদারল্যান্ডের বিরুদ্ধে। ১৮ ও ১৯ জানুয়ারি বিশ্বের ২ নম্বর নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত।
২) এরপর ৮ ও ৯ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ভারত।
৩) বেলজিয়াম ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ ও ২৩ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে ভারত।
৪) এরপর ভারতের অ্যাওয়ে ম্যাচ। ২৫ ও ২৬ এপ্রিল জার্মানির বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় দল।
৫) এর ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ও ৩ মে ভারতের অ্যাওয়ে ম্যাচ
৬) এরপর ঘরের মাঠে ফিরে ২৩ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে ভারতীয় দল।
৭) ৫ জুন ও ৬ জুন আর্জেন্তিনার বিরুদ্ধে ভারতের অ্যাওয়ে ম্যাচ
৮)এরপর ১৩ ও ১৪ জুন স্পেনের মাটিতে ভারতের অ্যাওয়ে লড়াই।