For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানাসে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের নেতৃত্বে রেকর্ডধারী ভারতীয় হাই-জাম্পার

কানাসে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের নেতৃত্বে রেকর্ডধারী ভারতীয় হাই-জাম্পার

  • |
Google Oneindia Bengali News

কানাস স্টেট ইউনিভার্সিটিতে চরম আকার নিয়েছে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। সেখানে প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন ভারতীয় ছাত্র তথা রেকর্ডধারী হাই-জাম্পার তেজশ্বিন শংকর। তাঁর সঙ্গে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আরও এক ভারতীয় ছাত্র।

কানাসে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের নেতৃত্বে রেকর্ডধারী ভারতীয় হাই-জাম্পার

গত মে মাসে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়েছিল আমেরিকা। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হয়েছিল মার্কিন প্রশাসন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও #BlackLivesMatters শীর্ষক ট্রেন্ড চালু হয়েছিল। সেই প্রচারকে সমর্থন করেছেন বিশ্বের বহু অ্যাথলিট ও ক্রীড়াবিদ।

ঘটনার প্রায় একমাস পর আমেরিকার কানাস স্টেট ইউনিভার্সিটিতে এক নতুন নিয়ম চালু করা হয়। জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে আমেরিকার পড়ুয়াদের প্রাধান্য দেওয়া হবে। একই সঙ্গে টুইটারে লেখা হয়, 'মাদকহীন মাসের জন্য জর্জ ফ্লয়েডকে ধন্যবাদ'। এই পোস্টকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

কানাস স্টেট ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু করেন কৃষ্ণাঙ্গ পড়ুয়ারা। সেই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ছাত্র তথা রেকর্ডধারী হাই-জাম্পার তেজশ্বিন শংকর। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আরও এক ভারতীয় ছাত্র। ক্যাম্পাসে তাঁদেরও বিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয়েছে বলে অভিযোগ। এ লড়াইয়ে বহু পড়ুয়াকে তাঁরা পাশে পেয়েছেন বলে জানিয়েছেন তেজশ্বিন শংকর। ন্যায়ের দাবিতে তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন রেকর্ডধারী ভারতীয় হাই-জাম্পার।

সৌরভের দেরিতে টস করতে যাওয়া কি ইচ্ছাকৃত? কী বললেন পাঠান?সৌরভের দেরিতে টস করতে যাওয়া কি ইচ্ছাকৃত? কী বললেন পাঠান?

English summary
Indian high jump record holder forefront of anti-racism campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X