For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ অপরাজেয় থেকে নরওয়ের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

Google Oneindia Bengali News

দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে মাত্র চার মাসের ব্যবধানে দুবার হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজানন্দ (R Praggnanandhaa)। বয়স মাত্র ১৬। এবার তিনি চ্যাম্পিয়ন হলেন নরওয়ে চেস গ্রুপ এ টুর্নামেন্টে। ৯টি রাউন্ডেই অপরাজেয় থেকে। চেস অলিম্পিয়াডের আগে এই সাফল্য নিশ্চিতভাবেই প্রজ্ঞানন্দর আত্মবিশ্বাস বাড়াল।

প্রজ্ঞানন্দ অপরাজেয় থেকে নরওয়ের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

ওপেন চেস টুর্নামেন্টটিতে ৯টি রাউন্ডের শেষে ৭.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ। শীর্ষবাছাই হিসেবেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার ভি প্রণীথকে তিনি হারিয়েছেন শেষ রাউন্ডে। প্রজ্ঞানন্দ (এলো ২৬৪২) শেষ রাউন্ডে পুরো পয়েন্ট আদায় করে পিছনে ফেললেন দ্বিতীয় স্থানাধিকারী ইজরায়েলের ইন্টারন্যাশনাল মাস্টার বা IM মারসেল এফ্রইমস্কি এবং সুইডেনের IM জুং মিন সিওকে। প্রণীত ছয় পয়েন্ট নিয়ে যুগ্ম তিনে থাকার পর টাই-ব্রেক স্কোরের নিরিখে ষষ্ঠ স্থানে নেমে যান।

নবম রাউন্ডে জেতার আগে প্রজ্ঞানন্দ প্রথম রাউন্ডে মাতিয়াস উন্নেল্যান্ড, দ্বিতীয় রাউন্ডে সেমেন মুতুসভ, চতুর্থ রাউন্ডে মুখাম্মাদজখিদ সুয়ারভ, ষষ্ঠ রাউন্ডে ভাইটালি কুনিন, অষ্টম রাউন্ডে ভিক্টর মিখালেভস্কিকে হারিয়ে দিয়েছিলেন। বাকি তিনটি গেম ড্র হয়। সম্প্রতি তিনি দারুণ ছন্দে রয়েছেন। চেসেবল মাস্টার্স অনলাইন ইভেন্টে তিনি কার্লসেনকে হারিয়েছেন। যদিও ফাইনালে অল্পের জন্য হেরে যান চিনের ডিং লিরেনের কাছে। আগামী মাসে চেন্নাইয়ে অনুষ্ঠেয় ৪৪তম চেস অলিম্পিয়াডে ভারতের বি দলের হয়ে অংশ নেবেন প্রজ্ঞানন্দ। তাঁর কোচ আর বি রমেশ বলেন, শীর্ষবাছাই থাকায় এই ফলাফল অবাক করার মতো একেবারেই নয়। কালো ঘুঁটি নিয়ে তিনটি গেম ড্র করেছেন। বাকিগুলি জিতেছেন। ভালো খেলা তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।

এদিকে, নরওয়ে চেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাগনাস কার্লসেন। এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি রাউন্ডে শীর্ষস্থান ধরে রেখেছিলেন বিশ্বনাথন আনন্দ। তবে তিনি আর্মাগেডনে আরিয়ান তারিকে হারিয়েও শেষ করলেন তৃতীয় স্থানে থেকে। এই ক্ল্যাসিক্যাল ম্যাচে আনন্দ প্রতিপক্ষকে কিস্তিমাত দেন ২২ চালেই। আনন্দ শেষ করলেন ১৪.৫ পয়েন্ট নিয়ে। কার্লসেন চ্যাম্পিয়ন হলেন ১৬.৫ পয়েন্ট নিয়ে।

English summary
Indian Grandmaster R Praggnanandhaa Emerged Winner In Norway Chess Group A Tournament. He Was In Fine Form And Remained Unbeaten Through The Nine Rounds.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X