ভারতীয় খেলার দুনিয়ায় ফের করোনা থাবা, স্বামী সহ আক্রান্ত তারকা বক্সার
ভারতীয় খেলার দুনিয়া থেকে যেন পিছু ছাড়ছে না করোনা। ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই উদ্বেগ কমার আগেই এবার অদৃশ্য ভাইরাসে সংক্রমিত ভারতীয় বক্সার।

করোনার দাপুটে ইনিংস
মার্চ মাস থেকে দেশে করোনা ভয়ংকর আকার নিয়েছে। লকডাউন, আন লক পরিস্থিতি পাল্টালেও ভাইরাস রোখা যাচ্ছে না। ওয়ার্ল্ডোমিটার্সের সূত্র অনুযায়ী, ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

আক্রান্ত এবার মহিলা বক্সার
করোনা ভাইরাস প্রাণ কেড়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির। এবার অদৃশ্য ভাইরাস ৩৮ বছর বয়সী ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবীর শরীরে থাবা বসাল।

নিজেই আক্রান্ত হওয়ার খবর জানালেন
পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতা দেবী সোমবার নিজেই করোনা পজিটিভ হওয়ার খবর দেন। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। গায়ে ব্যথাও অনুভব করছিলেন। তাই সময় নষ্ট না করে করোনা টেস্ট করান। রিপোর্টে জানা যায়, মারণ ভাইরাসে আক্রান্ত তিনি।

বক্সারের পরিবারও করোনায় আক্রান্ত
তারকা বক্সার সরিতা দেবী স্বামীর শরীরেও ভাইরাসের হদিশ মিলেছে। যদিও তাঁদের ছেলের রিপোর্ট নেগেটিভই আসে।জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু'জনই ইম্ফলের কোভিড কেয়ার সেন্টারে থাকতে চলেছেন।