For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইস্তানবুলে ভারতের মহিলা বক্সারের চমক

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইস্তানবুলে ভারতের মহিলা বক্সারের চমক

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার স্তানবুলে চলতে থাকা বসফরাস বক্সিং টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন পাল্টসেভা কাটেরিনার বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন নিখাত জারিন। ৫১ কেজি বিভাগের এই লড়াইয়ে রাশিয়ান বক্সারকে কার্যত হেলায় হারিয়ে দেন ভারতীয় তরুণী। শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতিতে ভর করে ৫-০ পয়েন্টে মোকাবিলা জেতেন ২৪ বছরের মহিলা বক্সার।

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইস্তানবুলে ভারতের মহিলা বক্সারের চমক

টুর্নামেন্টের শেষ আটের লড়াই দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন কাজাখিস্তানের কিজায়বে নাজয়ামের বিরুদ্ধে মোকাবিলায় নামবেন নিখাদ। এ লড়াই আরও কঠিন হবে বলে মনে করেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নিখাদ জারিন ছাড়াও টুর্মামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ২০১৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারতীয় বক্সার শিবা থাপা। ৬৩ কেজি বিভাগে কাজাখিস্তানের বক্সারকে তিনি হারিয়েছেন। ৫৭ এবং ৬০ কেজি বিভাগে দেশের অন্যতম সেরা মহিলা বক্সার সনিয়া লাথের এবং পারভীন, বসফরাস টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছে। সানিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে রূপো এনে দিয়েছিলেন।

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয় আরও একবার প্রচারের আলোয় চলে আসা নিখাত জারিন, ২০১৯ সালে ব্যাংককে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। দল নির্বাচন নিয়ে ভারতীয় বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে গর্জে উঠে কিংবদন্তি মেরি কমকে চ্যালেঞ্জ করে সংবাদমাধ্যমের নজর কেড়েছিলেন ২৪ বছরের ভারতীয় বক্সার। তেলাঙ্গানার নিজামাবাদ জেলা থেকে উঠে আসা এই মহিলা বক্সার ২০২১ সালের টোকিও অলিম্পিকে কোনও পদক জিততে পারেন কিনা, সে দিকেও তাকিয়ে দেশের ক্রীড়া মহল। তার আগে চলতি টুর্নামেন্ট থেকে নিখাদ জারিন কোনও পদক আনতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশ।

চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ফাস্ট বোলার বনাম ভারতীয় ব্যাটসম্যান, কী বলছে পরিসংখ্যানচতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ফাস্ট বোলার বনাম ভারতীয় ব্যাটসম্যান, কী বলছে পরিসংখ্যান

English summary
Indian boxer Nikhat Zareen stunned reigning world champion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X