অপ্রতিরোধ্য হিমা, ১৮ দিনে ৫টি সোনা জিতলেন ১৯ বছরের অ্যাথলিট
আন্তর্জাতিক মিটে এক মাসে পাঁচটি সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। শনিবার চেজ প্রজাতন্ত্রে মহিলাদের নোভ মেস্টো মেটুজি গ্র্যান্ড প্রিক্সে ৪০০ মিটারে সোনা জিতলেন হিমা। শেষ এক মাসে এটি হিমার পঞ্চম স্বর্ণপদক। সোনা জেতাটা এখন অভ্যাসে পরিণত করেছেন অসমের মেয়ে। শনিবার রেস শেষ করতে তাঁর সময়ে লেগেছে ৫২.০৯ সেকেন্ড।

৪০০ মিটারে হিমার সেরা সময় ৫০.০৯ সেকেন্ড। যা তিনি গত বছর গত বছর জাকার্তা এশিয়ান গেমসে করেছিলেন।শেষ এক মাসে পাঁচ পাঁচটি সোনা জিতে এই মুহূর্তে আন্তর্জাতিক মিটে অপ্রতিরোধ্য রয়েছেন হিমা।
শেষ এক মাসে হিমার পাঁচটি সোনা জয় একনজরে
১) ২ জুলাই- পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স মিটে ২৩.৬৫ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছেন হিমা।
২) এরপর৭ জুলাই পোল্যান্ডেই কুতনো অ্যাথলেটিক্স মিটে দ্বিতীয় ২০০ মিটার রেসে ২৩.৯৭ সেকন্ড সময় নিয়ে প্রথম স্থানে শেষ করে সোনা যেতেন।
৩)এরপর ১৩ জুলাই শনিবার চেজ প্রজাতন্ত্রে ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে ফের সোনা জিতেছেন হিমা। এবার ২০০ মিটার দৌড়তে ২৩.৪৩ সেকেন্ড সময় নেন তিনি।
৪)১৭ জুলাই, বুধবার চেজ প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে আরও একটি সোনা জেতেন হিমা।
৫)২০ জুলাই চেজ প্রজাতন্ত্রে নোভ মেস্টো মেটুজি গ্র্যান্ড প্রিক্সে ৪০০ মিটারে সোনা জিতলেন হিমা। শেষ এক মাসে এটি ১৯ বছরের ভারতীয় অ্যথলিটের পঞ্চম সোনা জয়।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Finished 400m today on the top here in Czech Republic today 🏃♀️ <a href="https://t.co/1gwnXw5hN4">pic.twitter.com/1gwnXw5hN4</a></p>— Hima MON JAI (@HimaDas8) <a href="https://twitter.com/HimaDas8/status/1152624286466789376?ref_src=twsrc%5Etfw">July 20, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>