For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISSF World Cup: মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন এলাভেনিল-রমিতা-শ্রেয়া

ISSF World Cup: মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন এলাভেনিল-রমিতা-শ্রেয়া

Google Oneindia Bengali News

আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনা জিতল ভারত। বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করা এই মহিলা দলে রয়েছেন এলাভেনিল ভালারিভান, রমিতা এবং শ্রেয়া আগরওয়াল। সোনা জয়ের লড়াইয়ে অ্যানা নিলসন, এমা কোচ এবং রিকি মায়েং ইবসেন'কে নিয়ে তৈরি ডেনমার্কের মহিলা দলকে ১৭-৫ ব্যবধানে পরাজিত করেছে ভারত।

ISSF World Cup: মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন এলাভেনিল-রমিতা-শ্রেয়া

এই বিভাগে ব্রোঞ্জ জিতেছে পোল্যন্ড। আজারবাইজানের বাকুতে বসেছে আইএসএসএফ-এর বিশ্বকাপের আসর। সোমবার দুই রাউন্ডের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ জিতে সোনা জয়ের লড়াইয়ে জায়গা করে নেন বিশ্বের প্রাক্তন এক নম্বর এলাভেনিল, রামিতা এবং শ্রেয়া। কোয়ালিফিকেশন পর্বে শীর্ষ স্থানে শেষ করেছিল এই ত্রি-মূর্তি। মহিলাদের এয়ার রাইফেল দলগত ইভেন্টের প্রথম যোগ্যতা অর্জনকারী পর্বে মোট ৯০টি শটে ৯৪৪.৪ পয়েন্ট অর্জন করে ভারত। প্রথম পর্বের মতো ভাল না হলেও ধারাবাহিকতা বজায় রেখেছিল ভারতীয় মহিলা দল। দ্বিতীয় পর্বে ডেনমার্কের নীচে দ্বিতীয় স্থানে শেষ করে ভারতের এই তিন কৃতী শুটার। দ্বিতীয় যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের পয়েন্ট ছিল ৬২৮.৬। প্রথম স্থানে থাকা ডেনমার্কের দলটির সংগৃহীত পয়েন্ট ছিল ৬২৯.২। চলতি প্রতিযোগীতায় এটাই ভারতের প্রথম পদক।

ISSF World Cup: মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন এলাভেনিল-রমিতা-শ্রেয়া

শ্রেয়া এবং রমিতা নিজেদের দক্ষতা অনুযায়ী ভাল খেললেও এই দিন নজর কেড়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা এলাভেনিল ভালারিভান। সোনা জয়ের লড়াইয়ে তাঁর প্রতিটা শটই ছিল নিখুঁত নিশানায়। তাঁর একটি শট থেকে প্রত্যাশার থেকে কম পয়েন্ট আসেনি।

পুরুষদের এয়ার রাইফেল টিম ইভেন্টে হতাশ করেছেন রুদ্রাংশ পাটিল, পার্থ মাখিজা এবং ধনুষ শ্রীকান্ত। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১০-১৬ ব্যবধানে পরাজিত হয় ভারতের পুরুষ দল। ১২ সদস্যের ভারতীয় রাইফেল স্কোয়াড পদক তালিকা পঞ্চম স্থানে রয়েছে এই মুহূর্তে। শীর্ষে রয়েছে সার্বিয়া। ইউরোপের এই দেশ এখনও পর্যন্ত দু'টি সোনা সহ মোট চারটি পদক জিতেছে।

English summary
India women team consisting Elavenil Valarivan, Ramita, Shreya Agrawal win gold in 10 miter air rifle team competition in ISSF World Cup. This time competition is happening in Baku, Azerbaijan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X