For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে সোনা জয়ের লক্ষ্যভেদে নামবেন বাংলার অলিম্পিয়ান তিরন্দাজ দম্পতি

Google Oneindia Bengali News

অতনু দাস ও দীপিকা কুমারী। বাংলা তথা ভারতের এই তিরন্দাজ দম্পতি ইতিমধ্যেই টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। করোনা আবহে এক বছরেরও বেশি সময় পর তিরন্দাজির আন্তর্জাতিক আঙিনায় ফিরে দুজনেই রয়েছেন দারুণ ছন্দে। দলগত ইভেন্ট তো বটেই, রিকার্ভে ব্যক্তিগতভাবে অতনু ও দীপিকা পৌঁছে গিয়েছেন গুয়াতেমালায় অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের সেমিফাইনালে। সোনা জয়ের লক্ষ্যপূরণে এই প্রথম দুজনেই একই দিনে তাঁদের ইভেন্টে নামবেন রবিবার।

শেষ চারে অতনু

শেষ চারে অতনু

গুয়াতেমালায় ঝোড়ো হাওয়া উপেক্ষা করেও নিজেদের লক্ষ্যপূরণে গতকাল অবিচল থেকে রিকার্ভে শেষ চারে পৌঁছে গিয়েছেন অতনু ও দীপিকা। কানাডিয়ান প্রতিপক্ষ এরিক পিটার্সকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন অতনু। সেখানে তাঁর প্রতিপক্ষ মেক্সিকোর অ্যাঞ্জেল আলভার্দো। এর আগে রাউন্ড অব ৩২-তে এল সালভাদরের অস্কার তিকাসকে ৬-৪-এ হারানোর পর ভারতেরই প্রবীণ যাদবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন অতনু। শেষ চারে বাছাই হিসেবে অতনুই বাকিদের চেয়ে এগিয়ে, তিনি দ্বিতীয় বাছাই। অতনু নামবেন বিশ্বকাপের একাদশ বাছাইয়ের বিরুদ্ধে। এ ছাড়া যাঁরা শেষ চারে উঠেছেন তাঁরা হলেন ত্রয়োদশ ও সপ্তদশ বাছাই।

ছবি- আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া

দারুণ ছন্দে দীপিকা

দারুণ ছন্দে দীপিকা

বিশ্বকাপে তৃতীয় বাছাই হিসেবে শুরু করা দীপিকা কুমারী কোয়ার্টার ফাইনালে হারান জার্মানির মিশেল ক্রপেনকে। শেষ চারে তাঁর প্রতিপক্ষ মেক্সিকোর আলেজান্দ্রো ভ্যালেন্সিয়া। ভারতের অঙ্কিতা ভকতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আলেজান্দ্রা। শেষ আটে ওঠার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কেলসি লার্ডকে ৬-০ ব্যবধানে এবং তারপর লন্ডন অলিম্পিক্সে রুপোজয়ী মেক্সিকোর আইদা রোমানকে শুট-অফে ৬-৫ (১০-৯) ফলে হারান দীপিকা।

ছবি- সাই মিডিয়া টুইটার

আত্মবিশ্বাসী দম্পতি

আত্মবিশ্বাসী দম্পতি

অতনু দাস এর আগে কোনও বিশ্বকাপে পোডিয়াম ফিনিশ করতে পারেননি। ২০১৬ সালে আন্তালিয়ায় তিনি চতুর্থ স্থানে থেকে শেষ করেন। এবার সেমিফাইনালে ওঠার পর অতনু বলেন, বিগত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রমের ফলেই নিজেকে আরও উন্নত করে এই জায়গায় আসতে পেরেছি। দীপিকা আর আমি দুজনেই সোনা জিততে পারলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যেভাবে আন্তর্জাতিক আঙিনায় ফিরতে পেরেছি তা নিঃসন্দেহে ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাস বাড়াবে। তিরন্দাজির বিশ্বকাপে ২০১২ ও ২০১৮ সালে সোনা জিতেছেন দীপিকা কুমারী। হাওয়ার মধ্যেও যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ চারে জায়গা নিশ্চিত করেছেন তা প্রশংসনীয়। দীপিকা বলেন, প্রথম দিকে নিজের খেলায় খুব একটা সন্তুষ্ট না থাকলেও বিশ্বাস ছিল আমি আরও ভালো করতে পারি। মনঃসংযোগ বাড়িয়ে ফোকাস থাকতে চেয়েছি। দেড় বছর ধরে যেটার জন্য অপেক্ষা করেছি সেখানে আসতে পেরে ভালো লাগছে। শেষ চারে যাঁরা নামবেন তাঁদের মধ্যে বাছাইয়ের নিরিখে দীপিকাই এখন সেরা। কারণ, তাঁর চেয়ে বাছাই হিসেবে এগিয়ে থেকে যাঁরা শুরু করেছিলেন, তাঁরা ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। দীপিকার প্রতিপক্ষ সপ্তম বাছাই ভ্যালেন্সিয়া। এ ছাড়া অষ্টম ও ২০তম বাছাই মহিলাদের রিকার্ভে শেষ চারে উঠেছেন।

ছবি- আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া

দলগত ইভেন্ট

দলগত ইভেন্ট

ভারতের মহিলা রিকার্ভ টিমও ফাইনালে পৌঁছে গিয়েছে। দলগত বিভাগে সোনা জয়ের লক্ষ্যে দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, কমলিকা বারি নামবেন মেক্সিকোর বিরুদ্ধে। তবে মিক্সড ইভেন্টে অতনু ও অঙ্কিতা ভগত শুটঅফে সেমিফাইনালে হেরে গিয়েছেন। ব্রোঞ্জ দখলের লড়াইয়ে রবিবার তাঁরা নামবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

ছবি- আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া

English summary
India's top archery couple Atanu Das and Deepika Kumari Eyeing Gold At Archery World Cup stage. Both The Archers Already Qualified For Tokyo Olympics 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X