For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Hockey World Cup 2023: হকি বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ভারত, লড়তে হবে বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে

Hockey World Cup 2023: হকি বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ভারত, লড়তে হবে বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে

Google Oneindia Bengali News

ওড়িশায় আয়োজিত হতে চলা আসন্ন হকি বিশ্বকাপের জন্য ড্র হয়ে গেল। ড্র-এর শেষে কঠিন গ্রুপে পড়েছে ভারত। ঘরের মাঠে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে ফেভারিট ভারত। কিন্তু যে কঠিন গ্রুপে এই ড্র-এর ফলে পড়তে হল মনপ্রীত সিং'দের তাতে সেরাটা না দিতে পারলে পরবর্তি রাউন্ডে পৌঁছনো কঠিন হয়ে যাবে।

Hockey World Cup 2023: হকি বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ভারত, লড়তে হবে বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে

পুল 'ডি'-তে রয়েছে ভারত। এই পুলে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস। নিজের পুলের সেরা র্যাঙ্কিং-এ থাকা দল হলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছনোটা কঠিন হতে পারে ভারতের জন্য। তবে, কঠিন পুলে থাকলেও ভারতীয় দলের দক্ষতা এবং হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে গ্রাহাম রেইডের ছেলেদের থেকে সেরাটাই আশা করবে দেশের হকিপ্রেমীরা।

এই পুলের সব থেকে আকর্ষণীয় ম্যাচটি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। এই দুই দল যখন একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে তখনই হাইস্কোরিং ম্যাচের সাক্ষী থেকেছে হকি সার্কিট। গ্রুপ পর্বের শেষে শীর্ষ স্থানে শেষ করা দল সরাসরি জায়গা করে নেবে শেষ আটে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলগুলিকে ক্রমওভারম্যাচ খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে।

পুল-এ'তে রয়েছে কমনওয়েলথ গেমসের বিজয়ী অস্ট্রেলিয়া। অজিদের সঙ্গে এই পুলে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স এবং চিলি। পুল বি'তে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং জাপান। নেদরল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া এবং চিলি রয়েছে পুল সি'তে।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকি বিশ্বকাপ আয়োজিত হবে ২০২৩ সালে। কলিঙ্গ স্টেডিয়াম ছাড়া বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে রাউরকেলার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে। ১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে এই ইভেন্ট। এর আগের বিশ্বকাপটিও আয়োজিত হয়েছিল কলিঙ্গ স্টেডিয়ামে। পরিকাঠামো, ব্যবস্থাপনা এবং উচ্চমানে সমস্ত রকম আয়োজনের জন্য বিশ্ব সার্কিটে ভুবনেশ্বর এবং কলিঙ্গ স্টেডিয়াম গত বার বিরাট জায়গা করে নিয়েছিল।

এই ড্র-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম এবং ওড়িশার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং এফআইএইচ-এর কার্যনির্বাহী সভাপতি সেফ আহমেদ।

English summary
India placed in a tough pool in Hockey World Cup 2023. Hockey World Cup 2023 will take place at Kalinga Stadium and Birsa Munda Stadium from January 13 to 29, 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X