For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতার সাত দশকে ভারতীয় খেলাধুলোর জগতের সোনার মুহূর্ত একনজরে


 কোন কোন খেলা স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতকে গৌরবান্বিত করেছে, জেনে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

ভারত ক্রীড়াপ্রেমী দেশ। এত বিপুল জনসংখ্যার দেশে পরিকাঠামো গড়ে তোলা অবশ্যই চ্যালেঞ্জ। তা নিয়ে বিস্তর অভিযোগও রয়েছে। ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা থাকলেও বর্তমানে অন্য খেলাগুলির প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে। কোন কোন খেলা স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতকে গৌরবান্বিত করেছে, জেনে নেওয়া যাক একনজরে।

বক্সিং

বক্সিং

বক্সিংয়ে ভারতের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছেন মেরি কম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। এশিয়ান গেমস, অলিম্পিকে সোনা জয় করে দেশের সম্মান বাড়িয়েছেন মেরি। ২০১২ সালে লন্ডন গেমসেও রুপো জিতেছেন তিনি।

কুস্তি

কুস্তি

২০০৮ সালে সুশীল কুমার ব্রোঞ্জ ও ২০১২ সালে রুপো জেতেন। এরসঙ্গে ২০১২ সালেই যোগেশ্বর দত্ত ও ২০১৬ সালে সাক্ষী মালিক অলিম্পিকে দেশের হয়ে পদক জিতেছেন।

দাবা

দাবা

ভারতীয় দাবার ইতিহাসে বিশ্বনাথন আনন্দ সবচেয়ে বড় নাম। ১৯৮৮ সালে তিনি প্রথম গ্র্যান্ডমাস্টার হন। পরে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হন।

অ্যাথলেটিক্স

অ্যাথলেটিক্স

মিলখা সিং ও পিটি উষাকে ভারতীয় অ্যাথলেটিক্সের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসাবে গণ্য করা হয়। তবে ২০১৬ সালে অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া ভারতের হয়ে সোনা জেতেন জ্যাভলিন থ্রোয়ে। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথেও সোনা জেতেন। অ্যাথলেটিক্সে ভারতের সবচেয়ে বড় সাফল্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হিমা দাসের সোনা জয়।

টেবল টেনিস

টেবল টেনিস

২০১৮ সালে কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে ভারত ৮টি পদক পেয়েছে। মনিকা বাত্রা ৪টি পদক একাই জিতেছেন। যার মধ্যে তিনটি সোনা রয়েছে।

হকি

হকি

১৯৪৮ সালের ১২ অগাস্ট গ্রেট ব্রিটেনকে ৪-৩ গোলে হারিয়ে ভারত অলিম্পিকে সোনা জেতে। তার আগেও ভারত হকিতে সোনা জিতেছিল। তবে তখন ছিল ব্রিটিশ রাজ। ১৯৪৮ সালের ফাইনালে বলবীর সিং ২টি গোল করেন।

ক্রিকেট

ক্রিকেট

১৯৮৩ সালে প্রথমবার ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে দেয়। সেটাই ভারতীয় ক্রিকেটের প্রথম ও সবচেয়ে বড় কীর্তি।

টেনিস

টেনিস

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ভারতের লিয়েন্ডার পেজ প্রথম ব্রোঞ্জ জেতেন দেশের হয়ে। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঢুকে পেজ এই খেতাব অর্জন করেন।

ব্যাডমিন্টন

ব্যাডমিন্টন

২০১৬ সালে রিও অলিম্পিকে পিভি সিন্ধু রুপো জেতেন। এটাই এখনও ব্যাডমিন্টনে অলিম্পিকে ভারতের সবচেয়ে বড় জয়। এছাড়া সাইনা নেহওয়ালও দেশকে পদক জিতিয়ে গৌরবান্বিত করেছেন।

ফুটবল

ফুটবল

ভারতের বেশ কিছু প্রদেশ ফুটবলপ্রাণ হলেও সামগ্রিকভাবে ভারত ফুটবলে পিছিয়ে রয়েছে। তবে এখনও অবধি অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজন করাই ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে গৌরবের মুহূর্ত।

English summary
Independence Day Special : Golden moments in Indian sports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X