For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস গড়ে টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান হলেন মন্ত্রী তথা প্রাক্তন মহিলা অলিম্পিয়ান

ইতিহাস গড়ে টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান হলেন মন্ত্রী তথা প্রাক্তন মহিলা অলিম্পিয়ান

  • |
Google Oneindia Bengali News

জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা যেদিন অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে উঠলেন সেদিনই তাঁর দেশে রচিত হলো নয়া ইতিহাস। টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান পদে ইয়োশিরো মোরির স্থলাভিষিক্ত হলেন প্রাক্তন অলিম্পিয়ান তথা মন্ত্রী সেইকো হাশিমোতো।

ইতিহাস গড়ে টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান হলেন মন্ত্রী তথা প্রাক্তন মহিলা অলিম্পিয়ান

নারীবিদ্বেষী মন্তব্যের জেরে ইয়োশিরো মোরি গত শুক্রবার পদত্যাগের পর গেমস আয়োজক কমিটির প্রধান হবেন তা নিয়ে জল্পনা চলছিল। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট সাবুরো কাওয়াবুচি মোরির স্থলাভিষিক্ত হতে পারেন বলে জাপানের সংবাদমাধ্যমে দাবি করা হয়। ৮৪ বছরের কাওয়াবুচি বহু বছর ফুটবল খেলার পাশাপাশি দেশে ফুটবলকে জনপ্রিয় করতেও বড় ভূমিকা নিয়েছেন। তিনি অলিম্পিক্স ভিলেজের সিম্বলিক মেয়র পদেও রয়েছেন। তবে তাঁর মোরির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় আরেক বিতর্ক তৈরি হতেই। মোরি কথা বলেছিলেন কাওয়াবুচির সঙ্গে। কিন্তু তা নিয়ে সমালোচনা শুরু হয়। মোরির পছন্দসই কাউকে মেনে নেওয়া হবে না বলে মতামত জোরালো হয়ে ওঠে। কাওয়াবুচিও এই বিতর্কে ঢুকতে রাজি নন। এমন মতামত জোরালো হতে থাকে, নারীবিদ্বেযী মন্তব্যে মোরির পদত্যাগের পর মহিলা কাউকেই তাঁর জায়গায় আনা হোক। এই ব্যাপারে এগিয়ে ছিলেন সাতবারের অলিম্পিয়ান তথা দেশের অলিম্পিক মন্ত্রী বছর ৫৬-র সেইকো হাশিমোতো। আজ আনুষ্ঠানিকভাবে তাঁকেই মোরির স্থলাভিষিক্ত করা হয়।

তাঁর এই পদে আসা ইতিহাস এ কারণেই আয়োজক বোর্ডে প্রাধান্য পুরুষদের। তাছাড়া জাপানে খুব বেশি মহিলাকে জনপ্রতিনিধি হিসেবেও দেখা যায় না। তবে হাশিমোতো অলিম্পিক মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি নারী ক্ষমতায়নের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে প্রথম সারির এক নাম। ১৯৬৪ সালে তাঁর জন্মের পাঁচদিন পর জাপানে অলিম্পিকের আসর বসেছিল। অলিম্পিক মশালের শিখাকে সেইকা বলা হয়, তা থেকেই তাঁর নামকরণ সেইকো। ১৯৮৮ থেকে ১৯৯৬ অবধি অলিম্পিক্সে তিনি সাইক্লিংয়ে অংশ নেন, ১৯৮৪ থেকে ১৯৯৪ অবধি তিনি স্পিডস্কেটিংয়ে উইন্টার অলিম্পিক্সেও অংশ নেন। ১৯৯২ সালে স্পিটস্কেটিংয়ে তিনি ব্রোঞ্জও জেতেন।

ক্রিকেটার বেতনের নিরিখে রেকর্ড গড়তে পারে আইপিএল ২০২১-এর নিলামক্রিকেটার বেতনের নিরিখে রেকর্ড গড়তে পারে আইপিএল ২০২১-এর নিলাম

English summary
History Being Created As Seiko Hashimoto Appointed As Tokyo Olympics Organising Chief After Yoshiro Mori Resigned
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X