ফের সোনা জিতলেন হিমা দাস, জয়ী মহম্মদ আনাসও
শেষ দুই মাসে ৬ নম্বর সোনাটি জিতে নিলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অ্যাথলেটিকি মিটিনিক রেইটের ইভেন্টের ৩০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন অসমের এই তরুণী। একই ইভেন্টের পুরুষদের বিভাগে সোনা জিতেছেন ভারতের মহম্মদ আনাস।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে ২০ জুলাই। ১৯ দিনে ইউরোপিয়ান সার্কিটে লাগাতার পাঁচটি সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন হিমা দাস। এই সাফল্যের জন্য ধিন এক্সপ্রেসকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Finished on the top in 300 m in the Athleticky Mitink Reiter 2019 today in Czech Republic <a href="https://t.co/yY0yO5xTfb">pic.twitter.com/yY0yO5xTfb</a></p>— Hima MON JAI (@HimaDas8) <a href="https://twitter.com/HimaDas8/status/1162784434967347200?ref_src=twsrc%5Etfw">August 17, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Glad to have won the Gold in men’s 300m at the Athleticky Mitink Reiter 2019 in Czech Republic in a timing of 32.41 secs.🏃<a href="https://twitter.com/Media_SAI?ref_src=twsrc%5Etfw">@Media_SAI</a><a href="https://twitter.com/KirenRijiju?ref_src=twsrc%5Etfw">@KirenRijiju</a> <a href="https://twitter.com/afiindia?ref_src=twsrc%5Etfw">@afiindia</a> <a href="https://t.co/7xVe0GJD4j">pic.twitter.com/7xVe0GJD4j</a></p>— Muhammed Anas Yahiya (@muhammedanasyah) <a href="https://twitter.com/muhammedanasyah/status/1163006018491748352?ref_src=twsrc%5Etfw">August 18, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তার রেশ নিয়েই চেক প্রজাতন্ত্রে ফের ট্র্যাকে নেমেছিলেন হিমা। সেখানেও তাঁর হাতে ধরা দিল সাফল্য। প্রতিযোগিতা শেষে মেডেল নেওয়ার ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হিমা দাস নিজেই। অন্যদিকে একই প্রতিযোগিতায় পুরুষদের ৩০০ মিটারে সোনা জেতা মহম্মদ আনাসও টুইট করে নিজের জয়ের খবর জানিয়েছেন।