জাতীয় রেকর্ড গড়ে রূপো জিতলেন হিমা, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর সাফল্য এশিয়াডেও
আরও একটি রূপো ভারতের। এবার ভারতকে গর্বিত করলেন অসম-কন্যা হিমা দাস। অ্যাথলেটিকে রূপো জিতলেন এশিয়াডে। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল সোনা। ৪০০ মিটার দৌড়ে হিমা জাতীয় রেকর্ড গড়েই পদক নিয়ে এলেন ভারতে। বাহরিনের নাসেরের কাছে সেকেন্ডের ভগ্নাংশে হারলেন হিমা। তার আগেই ৫০.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়ে ফেলেছেন হিমা।

অষ্টম দিনের শুরুতেই এশিয়ান গেমস থেকে জোড়া রূপো আসে ইকুয়েসট্রেনে। ফাওয়াদ মির্জা ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন। ভারতীয় টিম রানার্স হয় ইকুয়েসট্রেনে। তারপরই অ্যাথলেটিক থেকে পদক নিয়ে এলেন হিমা দাস। বাহরিনের প্রতিদ্বন্দ্বী দৌড় শেষ করেন ৫০.৯ সেকেন্ডে। আর ভারতের নির্মলা শেওরানও দৌড় শেষ করেন চতুর্থস্থানে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">SILVER for INDIA: Hima Das gets the silver. She breaks the national record again, with a time of 50.79 seconds but Bahrain's Naser wins with a scorching time of 50.09. Nirmala finishes fourth. <a href="https://twitter.com/hashtag/AsianGames?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames</a> <a href="https://twitter.com/hashtag/AsianGames18?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames18</a> <a href="https://t.co/ZWSEP4GDCk">pic.twitter.com/ZWSEP4GDCk</a></p>— Doordarshan Sports (@ddsportschannel) <a href="https://twitter.com/ddsportschannel/status/1033688341722660866?ref_src=twsrc%5Etfw">August 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> c<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">One of India’s most admired athletes <a href="https://twitter.com/HimaDas8?ref_src=twsrc^tfw">@HimaDas8</a> bags the coveted Silver in the Women’s 400m Final. India rejoices in her glory. Congratulations to her and all the best for her future endeavours. <a href="https://twitter.com/asiangames2018?ref_src=twsrc^tfw">@asiangames2018</a> <a href="https://t.co/wbxMkcBzi9">pic.twitter.com/wbxMkcBzi9</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1033691876661108736?ref_src=twsrc^tfw">August 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Saluting in Style! India’s finest athlete <a href="https://twitter.com/HimaDas8?ref_src=twsrc^tfw">@HimaDas8</a>. Many congratulations for clinching SILVER in the Women’s 400m Final. <a href="https://twitter.com/hashtag/AsianGames2018?src=hash&ref_src=twsrc^tfw">#AsianGames2018</a> <a href="https://twitter.com/hashtag/AsianGames?src=hash&ref_src=twsrc^tfw">#AsianGames</a> <a href="https://t.co/PAXjJA5ZmW">pic.twitter.com/PAXjJA5ZmW</a></p>— Doordarshan Sports (@ddsportschannel) <a href="https://twitter.com/ddsportschannel/status/1033702304795504640?ref_src=twsrc^tfw">August 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এবছরই অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন হিমা। তিনিই ভারতের প্রথম অ্যাথলিট যিনি যে কোনও পর্যায়ের বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ট্র্যাক ইভেন্টে সোনা জিতলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সময় করেছিলেন ৫১.৪৬ সেকেন্ড। সেই সময়কে আরও উন্নত করলেন এশিয়াডে। ৫০.৭৯ সেকেন্ড সময়ে ৪০০ মিটার দৌড় শেষ করে করে জাতীয় রেকর্ডও গড়লেন হিমা। তাঁর পদকপ্রাপ্তিতে ভারতের রূপোর সংখ্যা দাঁড়াল ৮। মোট পদক সাতটি সোনা-সহ ৩২।