করোনা যোদ্ধাদের সদ্য পাওয়া সোনার পদক উৎসর্গ অ্যাথলিট হিমার
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মান জানাতে এশিয়ান গেমস থেকে পরে পাওয়া সোনার পদক তাঁদের উৎসর্গ করলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। কঠিন সময়ে মানবজাতিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সামাজিক কর্মী, নিরাপত্তারক্ষী, অতি-প্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী ব্যক্তিদের কুর্নিশ করেছেন অসমের ক্রীড়াবিদ।

২০১৮ সাল জাকার্তায় হওয়া এশিয়ান গেমসের ৪X৪০০ মিটার মিক্সড রিলে বিভাগের ফাইনালে দ্বিতীয় হয়ে রূপো জিতেছিল ভারতীয় দল। সেই দলে ছিলেন মহম্মদ আনাস, এমআর পুভাম্মা, হিমা দাস ও আরোকিয়া রাজীব। প্রথম হয়ে ওই বিভাগে সোনা জিতেছিল বাহারিন দল। সেই দলেরই অন্যতম সদস্য কেমি আদেকোয়ার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছে। তাঁকে চার বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাহারিন দল দুই বছর আগে এশিয়ান গেমসের ৪x৪০০ মিটার মিক্সড ইভেন্টে যে সোনা জিতেছিল, তাও তাদের থেকে কেড়ে নেওয়া হয়। ফলে সোনার পদক তুলে দেওয়া হয় ভারতের হাতে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/HimaDas?src=hash&ref_src=twsrc%5Etfw">#HimaDas</a> dedicated the upgraded <a href="https://twitter.com/hashtag/gold?src=hash&ref_src=twsrc%5Etfw">#gold</a> medal of the <a href="https://twitter.com/hashtag/mixedrelay?src=hash&ref_src=twsrc%5Etfw">#mixedrelay</a> event at the 2018 <a href="https://twitter.com/hashtag/AsianGames?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames</a> to the <a href="https://twitter.com/hashtag/CoronaWarriors?src=hash&ref_src=twsrc%5Etfw">#CoronaWarriors</a> <br><br>👏<a href="https://twitter.com/hashtag/Sports?src=hash&ref_src=twsrc%5Etfw">#Sports</a> | <a href="https://twitter.com/HimaDas8?ref_src=twsrc%5Etfw">@HimaDas8</a><a href="https://t.co/DuXg584fka">https://t.co/DuXg584fka</a></p>— News18 Sports (@News18Sports) <a href="https://twitter.com/News18Sports/status/1286942010818142208?ref_src=twsrc%5Etfw">July 25, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বৃহস্পতিবার এই খবর পান ভারতীয় অ্যাথলিটরা। পরে পাওয়া সাফল্যকে কোনও ভাবেই ছোট করে দেখছে না দেশের ক্রীড়া মহল। বরং হিমা দাসরা লড়ে এই পদক অর্জন করেছেন বলে মনে করা হচ্ছে। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে এই পদকের গুরুত্ব যে অনেক, তা বুঝেছেন হিমা। তাই নিজের সাফল্যকে কোভিড-১৯ যোদ্ধাদের উৎসর্গ করেছেন অসমের অ্যাথলিট। ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সামাজিক কর্মী, নিরাপত্তারক্ষী, অতি-প্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী ব্যক্তিদের সেলামও করেছেন ভারতের সফল ক্রীড়াবিদ।