For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশবাসীকে করেছেন গর্বিত, সোনার মেয়ে স্বপ্না বর্মণের মুখে হাসি ফোটাতে চায় এইমস

স্বর্ণপদক বিজয়ী স্বপ্না বর্মণকে তাঁর দাঁতের সংক্রমণ এবং পিঠের ব্যথার চিকিৎসার জন্য দিল্লিতে আমন্ত্রণ জানালো এইমস রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশন।

  • |
Google Oneindia Bengali News

এশিয়ান গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জিতে ইতিহাস গড়ে দেশে ফেরার পর থেকে অভিনন্দন, সম্মান, পুরষ্কারের বন্যায় ভেসে যাচ্ছেন বাংলার মেয়ে স্বপ্না বর্মণ। কিন্তু সবসেরা পুরষ্কারটা বোধহয় পেলেন নয়াদিল্লির এইমস হাসপাতালের ডাক্তারদের কাছ থেকে।

স্বপ্না বর্মণের মুখের হাসি ফোটাতে চায় এইমস

সংক্রমণের কারণে দাঁতে অসহ্য ব্যথা, সঙ্গে অনেকদিনের সঙ্গী পিঠে ব্যথা - এই সব ব্যথা-যন্ত্রণা সহ্য করেই অসাধ্য সাধন করেছিলেন স্বপ্না। তারপর কলকাতায় ফিরে তিনি জানিয়েছিলেন অলিম্পিকও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু সবার আগে চোট সারাতে চান। চোট সারিয়ে তবেই তিনি অনুশীলনে নামবেন। তাঁর কোচ সুভাষ সরকারও জানান, বেশ কিচু ডাক্তারি পরীক্ষা করার দরকার স্বপ্নার প্রয়োজনে অপারেশনও করতে হতে পারে।

স্বপ্নার এই চোটের কথা জানতে পেরেই এইমস রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন তাঁকে চিকিৎসার জন্য নয়াদিল্লীতে আমন্ত্রণ জানিয়েছে। এই টুইট বার্তায় ডক্টর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে ২১ বছরের স্বপ্না দিল্লিতে এলে এইমসের ২০০০ জন রেসিডেন্ট ডাক্তাররা তাঁকে সর্বোত্তম চিকিৎসা দেবেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">We invite Nation’s pride <a href="https://twitter.com/Swapna_Barman96?ref_src=twsrc%5Etfw">@Swapna_Barman96</a> The first ever heptathlon champion in asian games to <a href="https://twitter.com/hashtag/AIIMS?src=hash&ref_src=twsrc%5Etfw">#AIIMS</a> for her treatment of Tooth infection & back pain. You gave smile on the face of millions of Indians,now it’s our turn to make you smile without pain & suffering <a href="https://twitter.com/Ra_THORe?ref_src=twsrc%5Etfw">@Ra_THORe</a> <a href="https://t.co/AA04zdacUc">pic.twitter.com/AA04zdacUc</a></p>— RDAAIIMS (@AIIMSRDA) <a href="https://twitter.com/AIIMSRDA/status/1039213030658195459?ref_src=twsrc%5Etfw">September 10, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ওই বার্তায় স্বপ্নাকে 'দেশের গর্ব' বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে দেশের কোটি কোটি মানুষের মুখে যিনি হাসি ফুটিয়েছেন তিনি। এখন ডাক্তারদের কর্তব্য তাঁর মুখে হাসি ফোটানো।

প্রসঙ্গত, ২০১৭ সালে ভুবনেশ্বরে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকেই পিঠের নিচের দিকের ব্যথায় ভুগছেন স্বপ্না। এশিয়াডের আগে হাতে সময় কম ছিল। তাই তখন সেই ব্যথা নিয়েই এশিয়াডের প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

English summary
Gold medal winner Swapna Barman is invited by AIIms Resident Doctor’s Association in New Delhi to treat her tooth infection and back pain.&#13; &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X