ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন ২০১৮, কোয়ার্টারফাইনালেই শেষ হল সিন্ধুদের দৌড়, আশা এখন ডাবলস
পারলেন না সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু কিদাম্বি শ্রীকান্তের কেউই। তিনজনই কোয়ার্টারফাইনালে স্ট্রেট সেটে হেরে ছিটকে গেলেন ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন ২০১৮-এর দৌড় থেকে।
ফলে এবারের মতো ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে শেষ হল ভারতীয় সিঙ্গলস খেলোয়াড়দের অভিযান। তবে আশার কথা এখনও টুর্নামেন্টে ভারতের পতাকা ধরে রেখেছেন ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি।

সাইনা নেহওয়াল
কোয়ার্টার ফাইনালে সাইনার প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমানে বিশ্বের ১ নম্বর তারকা তাই জু ইং। ডেনমার্ক ওপেনের ফাইনালে তাইয়ের কাছেই হেরেছিলেন সাইনা। সেই ২০১৩ সালের পর থেকে তাই জুর বিরুদ্ধে জিততে পারেননি সাইনা। এই ম্যাচের আগে পর্যন্ত দুজনের মুখোমুখি লড়াইয়ে তাই এগিয়ে ছিলেন ৬-১২ তে। ডেনমার্ক ওপেনের ফাইনালে কিন্তু তাইয়ের বিরুদ্ধে দুরিদান্ত লড়াইয়ের স্বাক্ষর রেখেছিলেন সাইনা। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে সেই লড়াই বজায় রাখলেও শেষ পর্যন্ত সাইনাকে হারতে হয় ২০-২২ ও ১১-২১ গেমে।

পি ভি সিন্ধু
ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় বাছাই ছিলেন পিভি সিন্ধু। কিন্তু কোয়ার্টারফাইনালে একেবারেই নিজের ফর্মে খেলতে পারেননি তিনি। মাত্র ৪০ মিনিটেই বিশ্বের ৭ নম্বর তথা টুর্নামেন্টের সপ্তম বাছাই চিনা তারকা হে বিংজিয়াও-এর কাছে ১৩-২১, ১৬-২১ গেমে হেরে তিনি বিদায় নেন। এই নিয়ে এই বছরর বিংজিয়াও-এর বিরুদ্ধে পর পর দুটি ম্যাচে হারতে হল তাঁকে। ডেনমার্ক ওপেনের পর আরও একটি টুর্নামেন্টে শেষ চারে উঠতে পারলেন না বর্তমানে ব্য়াডমিন্টন বিশ্বের ২ নম্বর তারকা।

কিদম্বি শ্রীকান্ত
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিদম্বি শ্রীকান্তের সামনেও লড়াইটা বেশ কঠিন ছিল। কোয়ার্টারফাইনালে তাঁর লড়াই ছিল বিশ্বের ১ নম্বর তারকা জাপানের কেন্তো মোমোতা-র বিরুদ্ধে। মোমোতার কাছেই ডেনমার্ক ওপেনের সেমিফাইনালে হারতে হয়েছিল শ্রীকান্তকে। আরও একবার মোমোতা রহস্য সমাদানে ব্যর্থ হলেন বিশ্বের ৬ নম্বর তারকা। তবে মোমোতার বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই চালিয়েছেন শ্রীকান্ত। ১৬-২১, ১৯-২১ পয়েন্টে পরাজিত হয়ে এই নিয়ে পর পর ৫ ম্যাচে মোমোতার কাছে হারলেন তিনি।

ডাবলসই শেষ আশা
ভারতের সিঙ্গলস তারকারা সবাই একই দিনে বিদায় নিলেও এখনও এই টুর্নামেন্টে ভারতের পতাকা বয়ে নিয়ে যাচ্ছেন অবাছাই সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির জুটি। কোয়ার্টারফাইনালে তাঁরা স্বদেশীয় জুটি মানু আত্তি ও বি সুমিতকে ২১-১৭ ও ২১-১১ গেমে হারিয়ে উঠেছেন শেষ চারে। তবে তাঁদের সামনে এইবার বিশাল বাধা রয়েছে। কারণ সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের এক নম্বর বাছাই ইন্দোনেশিয় জুটি মার্কাস ফেরনাল্ডি গিডেয়ন ও কেভিন সঞ্জয় সুকামুলজো।