For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ প্রাক্তন প্রোটিয়া ওপেনারের, সরব পিসিবি

বিসিসিআইয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ আনলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ আনলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শেল গিবস। কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে বিসিসিআই তাঁকে জানিয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান। তাঁকে সমর্থন করেছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক রশিদ লতিফ।

বিসিসিআইয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ প্রাক্তন প্রোটিয়া ওপেনারের, সরব পিসিবি

এক টুইটে হার্শেল গিবস জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কাশ্মীর প্রিমিয়ার লিগে অহেতুক হস্তক্ষেপ করছে বিসিসিআই। তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও লিখেছেন গিবস। তাঁর অভিযোগ, বিসিসিআইয়ের তরফ থেকে নাকি বলা হয়েছে যে কাশ্মীর প্রিমিয়ার লিগ খেললে ভারতীয় ক্রিকেটের কোনও ইভেন্টের সঙ্গে যুক্ত হতে দেওয়া হবে না।

গিবসের বক্তব্যকে সমর্থন করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষক রশিদ লতিফ। বিসিসিআই নাকি সত্যিই বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলতে বাধা দিচ্ছে বলে দাবি তুলেছে ওই প্রাক্তন পাক ক্রিকেটার। ওদিকে গিবস এবং লতিফের বক্তব্যের ভিত্তিতে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে তারা বিসিসিআইকে সাবধানও করেছে।

ওই লম্বা বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিতে বাধা দিয়ে ক্রিকেটকে কলুষিত করছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই আচরণ গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে পিসিবি। বিসিসিআইয়ের এই আচরণ তারা ভুলবে না বলেও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ঘটনা ক্রিকেটীয় সৌজন্যের বিরোধী বলে প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হয়েছে।

যদিও বিসিসিআইয়ের তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। ভিতরকার খবর গিবসের এই অভিযোগ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়রা মাথাই ঘামাচ্ছেন না। এ ব্যাপারে পিসিবি-র বক্তব্যকেও খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে ভারতীয় বোর্ড সূত্রে খবর। আগামী ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের অবশিষ্ট অংশ শুরু হবে। তার সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে বিসিসিআই।

আইপিএলের ধাঁচে কাশ্মীর প্রিমিয়ার লিগ নামে ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোট ৬টি ফ্র্যাঞ্চাইজ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি সেখানে হার্শেল গিবস, মন্টি পানেসার, তিলকরত্নে দিলশানের মতো প্রাক্তন আন্তর্জাতিক তারকারাও অংশ নেবেন। আগামী ৬ অগাস্ট থেকে মুজাফফরাবাদে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। ১৬ অগাস্ট পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা।

English summary
Former South Africa cricketer Herschelle Gibbs speaks about BCCI threat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X