For Quick Alerts
For Daily Alerts
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেডেরার-জকোভিচ-সেরেনা
জমে উঠেছে ইউএস ওপেন। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইানালে পৌঁছলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস। দেখে নিন কাদের হারালেন টেনিসের তিন মহাতারকা।

ফেডেরারের জয়
বিশ্বের তিন নম্বর টেনিস তারকা রজার ফেডেরার একাধিপত্য নিয়েই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। ইংল্যান্ডের ডান এভানসকে ৬-২, ৬-২, ৬-১ সেটে হারান সুইশ তারকা।

জয়ী জকোভিচ
আমেরিকার ডেনিস কুডলাকে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌছলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন স্টান ওয়াওরিঙ্কা, ড্যানিল মেদভেদেভ।

কোয়ার্টারে সেরেনা
বিশ্বের আট নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, কারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-২ সেটে হারান। ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের জন্য লড়ছেন মার্কিন তারকা।