For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের জাতীয় রেকর্ড ভেঙেও টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের দ্যুতি

জাতীয় রেকর্ড ভেঙেও টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের দ্যুতি

  • |
Google Oneindia Bengali News

নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন দ্যুতি চাঁদ। তবু টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না ভারতীয় অ্যাথলিট। যদিও শট পাট ইভেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে গেমসে অংশ নেবেন তাজিন্দর পাল সিং। নিজের পূর্ববর্তী জাতীয় রেকর্ড টপকে গিয়েছেন ভারতের মহিলা ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর।

নিজের জাতীয় রেকর্ড ভেঙেও টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের দ্যুতি

পাতিয়ালায় চলতে থাকা ন্যাশনাল অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন দ্যুতি চাঁদ। ১০০ মিটার স্প্রিন্ট ১১.১৭ সেকেন্ডে সম্পূর্ণ করে নিজের পূর্ববর্তী জাতীয় রেকর্ড ভেঙে দেন ভারতীয় অ্যাথলটি। তা সত্ত্বেও টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন দ্যুতি। ১০০ মিটার স্প্রিন্ট ১১.১৫ সেকেন্ডে শেষ করতে পারলে টোকিওর বিমান ধরতে পারতেন দ্যুতি। মাত্র ০.০২ সেকেন্ডের জন্য অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে না পারা মহিলা অ্যাথলিটদের দুঃখে সমব্যাথী দেশের ক্রীড়া মহল।

ভারতের গর্ব দ্যুতি চাঁদ ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে রূপো জিতেছিলেন। ২০১৩, ১০১৭ এবং ২০১৯ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে মোট চারটি ব্রোঞ্জ পদক জেতেন ওড়িশার অ্যাথলিট। এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে জোড়া সোনা জেতা দ্যুতি টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে ভাল পারফরম্যান্স করবেন বলে ভেবেছিল ক্রীড়া মহল। কিন্তু মাত্র একচুলের জন্য সে আশা শেষ হয়ে গিয়েছে।

পাতিয়ালার অনুষ্ঠিত হওয়া একই প্রতিযোগিতায় নিজেদের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় মহিলাদের ৪X১০০ রিলে দল। যে দলে দ্যুতি চাঁদের পাশাপাশি রয়েছেন হিমা দাস, এস ধনলক্ষ্মী, অর্চনা সুসেন্দ্রন। শট পাট ইভেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে গেমসে অংশ নেবেন তাজিন্দর পাল সিং। নিজের পূর্ববর্তী জাতীয় রেকর্ড টপকে গিয়েছেন ভারতের মহিলা ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর।

English summary
Dutee Chand misses out on Tokyo Olympics spot despite of breaks own national record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X