For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chess Olympiad 2022: আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জাতীয় রেকর্ড তৈরি করতে চলেছেন এই দাবাড়ু

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জাতীয় রেকর্ড তৈরি করতে চলেছেন এই দাবাড়ু

Google Oneindia Bengali News

দাবা অলিম্পিয়াডে মহিলাদের ইভেন্টে ভারতের তিনটি দল প্রতিনিধিত্ব করবে। প্রতি দলে রয়েছেন পাঁচ জন করে দাবাড়ু।এই অলিম্পিয়াডে ভারতের অন্যতম প্রতিযোগী দ্রোনাভালি হারিকা। গত ১৮ বছর ধরে অলিম্পিয়াডে ভারতের মহিলা দলের মেরুদণ্ড তিনি। চেন্নাইয়ে আয়োজিত হতে চলা ৪৪তম অলিম্পিয়াডে অংশগ্রহণের সঙ্গে লাগাতার আটটি অলিম্পিয়াডে অংশ নেওয়া জাতীয় রেকর্ড গড়বেন ৩১ বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টর। ২০০৪ অলিম্পিয়াড থেকে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি।

Chess Olympiad 2022: আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জাতীয় রেকর্ড তৈরি করতে চলেছেন এই দাবাড়ু

মামাল্লাপুরমে আয়োজিত ৪৪তম অলিম্পিয়াডে তিনটি ভারতীয় মহিলা দল অংশগ্রহণ করতে চলেছে। যার মধ্যে প্রথম দলে রয়েছেন এই গ্র্যান্ডমাস্টার। হারিকা বিশ্ব দাবার সর্বোচ্চ দলগত প্রতিযোগীতায় নামার আগে বলেছেন, "আমি আশাবাদী নিজেদের সম্ভাবনা সাপেক্ষে কিন্তু নিজেদের উপর কোনও চাপ সৃষ্টি করতে চাই না। অবশ্যই খাতায় কলমে আমরা শীর্ষ বাছাই কিন্তু দিনের শেষে কেমন পারফরম্যান্স হল সেটাই কথা বলে।"

অন্তঃসত্ত্বা হলেও তিনি জানিয়েছেন মানসিকভাবে তিনি ভাল অবস্থায় রয়েছেন নিজের সেরাটা দেওয়ার জন্য এবং দেশকে গর্বিত করার জন্য। তাঁক কথায়, "নিজেকে সেরা শেপে রাখার চেষ্টা করেছি আমি। দাবার দিক দিয়ে বলতে হলে আমি নিজের প্রস্তুতি জারি রেখেছি, গত সপ্তাহ পর্যন্ত বেশ কিছু দাবার ইভেন্টে অংশ নিয়েছিলাম। টিমের কম্পোজিশন নিয়ে আমি অত্যন্ত খুশি। আমি নিশ্চিত আমাদের ক্ষমতার উপরে গিয়ে আমরা পারফর্ম করতে পারব।"

শীর্ষ বাছাই হলেও দ্রোনাভালি জানেন কঠিন লড়াই তাঁদের জন্য অপেক্ষা করছে। তিনি মনে করেন ইউক্রেন, জর্জিয়া, পোল্যান্ড, আমেরিকা এবং কাজাখস্তান-এর দলগুলির উপর নজর রাখতে হবে। তাঁর কথায়, "আমরা সকলেই সেরা পারফর্ম করতে চাই যাতে স্পনসররাও আরও বেশি ঐতিহ্যশালী টুর্নামেন্টগুলি ভারতে আয়োজন করতে উৎসাহী হয়। অলিম্পিয়াডের আয়োজন সব দিক থেকে দাবার ক্ষেত্রে একটা বড় প্রভাব রাখবে।" ২৮ জুলাই থেকে শুরু হওয়া এই ইভেন্ট চলবে ১০ অগস্ট পর্যন্ত। প্রথমে ৪৪তম অলিম্পিয়াডের আয়োজক হিসেবে রাশিয়ার মস্কোকে বেছে নেওয়া হলেও ইউক্রেনে রুশ বাহিনীর অতর্কিত আক্রমণের প্রতিবাদে মস্কো থেকে প্রতিযোগীতা সরিয়ে নিয়ে আসা হয় ভারতে।

টি২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর স্থান হারালেন রোহিত শর্মা,ভারত অধিনায়ককে সিংহাসনচ্যুত করলেন কিউয়ি তারকাটি২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর স্থান হারালেন রোহিত শর্মা,ভারত অধিনায়ককে সিংহাসনচ্যুত করলেন কিউয়ি তারকা

English summary
Dronavalli Harika is all set to script national record at Chess Olympiad. She is Playing her eighth Olympiad in a row, Harika made her debut in Olympiad in 2004.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X