For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর স্বপ্নের 'খেলো ইন্ডিয়া'-তে ডোপিংয়ের কলঙ্কের ছিটে

নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট 'খেলো ইন্ডিয়া'-কে এবার ডোপিং কেলেঙ্কারি 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের স্বপ্নের 'খেলো ইন্ডিয়া'-য় মোহভঙ্গ। নরেন্দ্র মোদীর স্বপ্নের কার্যক্রমে এবার লেগে গেল ডোপিংয়ের কলঙ্ক।

মোদীর স্বপ্নের খেলো ইন্ডিয়া-তে ডোপিংয়ের কলঙ্কের ছিটে

দিন কয়েক আগেই 'খেলো ইন্ডিয়া'-র স্কুল গেমস শেষ হয়েছে। সেখানেই নাডার ডোপ টেস্ট পরীক্ষায় ফেল করেছে ভারতের ১২ জন অ্যাথলিট । রয়েছেন চার জন কুস্তিগীর, তিনজন বক্সার, দুইজন জিমন্যস্ট ও জুডো, ভলিবল ও অ্যাথলিট থেকে একজন। এদের মধ্যে ৫ জন সোনা জয়ী।

এঁদের মূত্রে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি রয়েছে। পাওয়া গেছে মেফেনটারমাইন ও স্ট্যানজোলল। যেগুলি প্রত্যেকটাই অ্যানাবলিক স্টেরয়েড। যা দিয়ে পারফরম্যান্স বাড়ানো যায়। নয়াদিল্লির পাঁচটি স্টেডিয়ামে ১৬ টি বিভিন্ন স্পোর্টস ইভেন্ট খেলা হয়েছিল। খেলো ইন্ডিয়া চলেছিল জানুয়ারির ৩১ থেকে ফেব্রুয়ারির ৮ তারিখ অবধি।

মোদীর স্বপ্নের খেলো ইন্ডিয়া-তে ডোপিংয়ের কলঙ্কের ছিটে

ডোপিংয়ে অভিযুক্ত এই অ্যাথলিটরা একভাবেই বাঁচতে পারেন। যদি তাঁরা নাডাকে বোঝাতে পারেন যে তাদের অজ্ঞনতায় শরীরে কোনওভাবে এই ওযুধগুলি ঢুকে গিয়েছিল।

English summary
Doping scandal hits Narendra Modi's dream project 'Khelo India'
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X