২০৩০-এর এশিয়ান গেমস হবে দোহাতে, পরের সংস্করণ পেল রিয়াধ
২০৩০ সালের এশিয়ান গেমসের আসর বসবে দোহাতে। বুধবার অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে। ভোটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার বছর পর রিয়াধে ইভেন্টের পরবর্তী সংস্করণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বুধবার অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে এই ভোটদান পর্ব সম্পন্ন হয়। তাতে দোহা এবং রিয়াধের মধ্যে হাড্ডিহাড্ডি লড়াই হয়। যুদ্ধে জয় হয় দোহার। ঠিক হয় ২০৩০ সালের এশিয়ান গেমস হবে কাতারের রাজধানীতেই। নিরাশ করা হয়নি রিয়াধকেও। ২০৩৪ সালের এশিয়ান গেমসের আসর বসবে ওই শহরেই।
২০১৮ সালে জাকার্তায় শেষ এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল। অংশ নিয়েছিলেন মোট ১১৩০০ জন অ্যাথলিট। ২০২২ সালে চিনের হাংজৌ-তে বসবে ইভেন্টের আসর। ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়াতে হবে এশিয়ান গেমস। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। ৪ অক্টোবর পর্যন্ত চলবে গেমস।
সে সবের আগে করোনা ভাইরাসের আবহেই ২০৩০ সালের এশিয়ান গেমস কোথায় হবে, তা ঠিক করে ফেলল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। লড়াই হাড্ডাহাড্ডি হলেও কাতার এবং সৌদি আরবকে যথাক্রমে ২০৩০ ও ২০৩৪ সালের এশিয়ান গেমসের আয়োজক নির্বাচন করা হয়েছে।

করোনার জেরে পিছোল ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ