অলিম্পিক্সে মেডেলের সংখ্যার চেয়ে বেশি হাজির কন্ডোম, পিয়ং ইয়ং-র সিক্রেট আউট অ্যাথলিটদের
এবারের পিয়ংইয়ংয়ের উইন্টার অলিম্পিক্সের জন্য ১ লক্ষ ১০ হাজার কন্ডোম তৈরি হয়েছিল। চমকে উঠবেন না । এটাই সত্যি। রিও অলিম্পিক্সের গেমস ভিলেজে -র জন্য যেখানে ৪ লক্ষ ৫০ হাজার কন্ডোম তৈরি হয়েছিল সেখানে এই টুর্নামেন্টে এত কন্ডোম দেওয়া হয় গেমস ভিলেজে।

অলিম্পিক্স গেমস ভিলেজে কন্ডোম দেওয়ার প্রথা এটা নতুন নয়। ১৯৮৮ সিওল অলিম্পিক্স থেকে এই নিয়ম চালু হয়েছে। ২০১০-র ভ্যাঙ্কুভার অলিম্পিক্স ও ২০১৪ সালে -র সোশি উইন্টার গেমসে যা পরিমাণ কন্ডোম দেওয়া হয়েছিল তার থেকে এই সংখ্যাটা ১০হাজার বেশি। এদিকে এবারের অলিম্পিক্সে ২৯২৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিলেন। ৩৭.৭ কন্ডোম প্রতি ক্রীড়াবিদ পিছু যে সংখ্যাটা বেশ চমকপ্রদ।
রিও অলিম্পিক্সের সময় চিনা সংবাদমাধ্যম অলিম্পিক্সে কন্ডোম নিয়ে জোর আলোচনা চালিয়েছিল। তাতে এমনটাও বলা হয়েছিল এই মঞ্চে এসে বিভিন্ন দেশের অ্যাথলিটদের মধ্যে বন্ধুত্ব হয়, যার ফলে নিজেদের মেডেল জেতার চেয়ে পার্টিতে বেশি মনোসংযোগ করেন তারা।

এবারই কেরিয়ারের শেষ অলিম্পিক্সে অংশ নিলেন ৩৩ বছরের লিন্ডসে ভন। কিংবদন্তি গল্ফার টাইগার উড্সের প্রাক্তন প্রেমিকা বলেছেন, 'এ কথা অস্বীকার করার কোনও অবকাশই নেই যে, লুকিয়ে যৌনতায় মত্ত হওয়ার মতো একাধিক আস্তানা গেমসের ভিলেজের মধ্যে ছিল। কিন্তু সেগুলো যে কোথায় ছিল, সেটা সকলে জানতেন না?' এরপরেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন ভন। তিনি বলেন, 'সব অ্যাথলিট যে গেমস ভিলেজে নীরস জীবন কাটাতেন এমনটা নয়। এবারে শীতকালীন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভনকে।
অলিম্পিক গেমস চলাকালীন বিভিন্ন টয়লেটের সামনে কন্ডোম বিতরণ করা হয়। রিও গেমসেও সেই নিয়মই ছিল।তবে বিভিন্ন ক্রীড়াবিদরা এও জানিয়েছেন যে এটাকে অনেকেই নিজেদের অলিম্পিক্স অভিযানের স্যুভেনির হিসেবে নিয়ে যান।