For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্লাসগোয়ে ইতিহাস তৈরি করলেন দীপিকা পাল্লিকল-সৌরভ ঘোষালরা, প্রথমবার এই মঞ্চে সোনা জিতল ভারত

গ্লাসগোয়ে ইতিহাস তৈরি করলেন দীপিকা পাল্লিকল-সৌরভ ঘোষালরা, প্রথমবার এই মঞ্চে সোনা জিতল ভারত

Google Oneindia Bengali News

বিদেশের মাটিতে ফের ভারতের নাম উজ্জ্বল করলেন দীপিকা পাল্লিকল। ছয় মাসও হয়নি যমজ সন্তানের জননী হয়েছে, তারই মধ্যে সার্কিটে ফিরে চমক দেখালেন দীপিকা। সৌরভ ঘোষালের সঙ্গে জুটি বেঁধে বিশ্ব ডবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মিক্সড ডবলস ইভেন্টে এবং দীর্ঘ দিনের সতীর্থ জ্যোৎসনা চিনাপ্পার সঙ্গে ডবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি। এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পেল ভারত। তবে, একটা নয়, যেই টুর্নামেন্টে এর আগে সোনা আসেনি, এ বার সেখান থেকেই জোড়া সোনা এল দেশে।

গ্লাসগোয়ে ইতিহাস তৈরি করলেন দীপিকা পাল্লিকল-সৌরভ ঘোষালরা, প্রথমবার এই মঞ্চে সোনা জিতল ভারত

২০১৮-এর অক্টোবরের পর এটাই ছিল দীপিকার প্রথম প্রতিযোগীতা মূলক ইভেন্ট। ইংল্যান্ডের আদ্রিয়ান ওয়ালার এবং আলিসন ওয়াটার্সের বিরুদ্ধে মিক্সড ডবলস ইভেন্টে দীপিকা পাল্লিকল এবং সৌরভ ঘোষালের খেলার ফল ১১-৬, ১১-৮।

মিক্সড ডবলসের সাফল্যের প্রায় দেড় ঘণ্টা পর দীপিক এবং জ্যোৎসনা জুটি সাফল্য অর্জন করে মহিলাদের ডবলস ইভেন্টে। এই জুটির পক্ষে খেলার ফল ১১-৯, ৪-১১, ১১-৮। দীপিকা এবং জ্যোৎসনা মহিলাদের ডবল ইভেন্টে পরাজিত করেন ইংল্যান্ডের সারা জেন পেরি এবং ওয়াটার্সকে। কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সাফল্যের জন্য নিজেদের তৈরি করছেন দীপিকা-সৌরভরা। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেরা কতটা প্রস্তুতি তা বেশ ভাল মতোই ঝালিয়ে নিলেন দীপিকা, জ্যোৎসনা, ঘোষালরা।

গ্লাসগোয়ে ইতিহাস তৈরি করলেন দীপিকা পাল্লিকল-সৌরভ ঘোষালরা, প্রথমবার এই মঞ্চে সোনা জিতল ভারত

নিজেদের সাফল্যের কথা টুইট করে সামনে নিয়ে এসেছেন সৌরভ ঘোষাল। তিনি লিখেছেন, "ওয়ার্ল্ড ডবলসে দীপিকা পাল্লিকলের সঙ্গে মিক্সড ডবলস জিততে পেরে গর্বিত। ইতিহাস তৈরি হলো কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের প্রথম সোনা। জ্যোৎসনা চিনাপ্পাকেও শুভেচ্ছা জানাই মহিলাদের ডবলস জেতার জন্য।"

৩০ বছর বয়সী দীপিকা ম্যাচ শেষে বলেছেন, "কোর্টে ফিরে আমি খুশি। (ফিরে আসার জন্য) অত্যন্ত কঠিন অনুশীলন করেছি আমি। প্রতিযোগীতার শুরুর দিকে কিছুটা গুটিয়ে ছিলাম আমি কিন্তু যত ম্যাচ খেলেছি তত আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। কমনওয়েলথ গেমসের জন্য এটা ভাল প্রস্তুতি হল। ওটাই তো এখন প্রধান লক্ষ্য। এখানে এবং কমনওয়েলথ গেমসে প্রতিযোগীতা কম-বেশি একই রকম এবং প্রতিপক্ষের বিষয়েও অনেক কিছু জানা যায়, আমরা জানতে পারি আমাদের কোথায় উন্নতি করতে হবে।" পাশাপাশি মা হওয়ার পর সার্কিটে ফিরে আসা সম্পর্কে দীপিকা বলেন, "অনেকেই ছিল যাঁরা ভাবত আমি হয়তো আর কখনও ফিরতে পারবো না (মা হওয়ার পর), কিন্তু আমার মনে কোনও সন্দেহ ছিল না। কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে অনেক বড় মঞ্চ অপেক্ষা করছে এবং তার জন্য তৈরি হচ্ছি।"

English summary
History created with Dipika Pallikal and Saurav Ghosal brings India’s first ever Gold medal at Squash World Championship. India won tow medal here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X