For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রদ্যুনোভা ভোল্টের চেষ্টা এখন করবে না দীপা, জানিয়ে দিলেন কোচ

২০১৬ রিও অলিম্পিকে পদক না পেলেও ক্রীড়াপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন দীপা কর্মকার। দীপার বিখ্যাত প্রদ্যুনোভা ভোল্ট প্রশংসা আদয় করে নিয়েছিল গোটা বিশ্বের।

Google Oneindia Bengali News

২০১৬ রিও অলিম্পিকে পদক না পেলেও ক্রীড়াপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন দীপা কর্মকার। দীপার বিখ্যাত প্রদ্যুনোভা ভোল্ট প্রশংসা আদয় করে নিয়েছিল গোটা বিশ্বের। কিন্তু রিও অলিম্পিকে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি দীপা।

প্রদ্যুনোভা ভোল্টের চেষ্টা এখন করবে না দীপা, জানিয়ে দিলেন কোচ

২০১৮ এশিয়ান গেমসকে লক্ষ্য রেখে এগনো দীপা ৯০ শতাংশ ফিট বলে জানালেন তাঁর কোচ বিশ্বেস্বর নন্দী। তিনি বলেন, 'এখন নব্বই শতাংশ ফিট দীপা। পরের মাস থেকে ভর নিয়ে প্র্যাক্টিস করবে দীপা।'
চোট যাতে না বাড়ে সেই কারণে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসেও দীপা অংশ নিতে বাড়ন করেন তাঁর কোচ। গত দেড় মাস ধরে আগরতলায় প্র্যাক্টিস করছেন দীপা।

দীপার কোচ বিশ্বেস্বর নন্দী জানান, চলতি সম্তাহ থেকেই পুরোদমে অনুশীলন তৈরি করবেন দীপা কর্মকার।
তবে, চোট পাওয়ার পর দীপার মনে যে একটা ভয় ঢুকে গিয়েছে তাও মনে করিয়ে দেন তাঁর কোচ। তিনি বলেন, 'একজন কোচ হিসেবে আমি জানি, চোটের ভয় একজন ক্রীড়াবিদের মন থেকে সম্পূর্ণ মুছে দেওয়া সম্ভব নয়। এই ভয়ই নিজের ১০০ শতাংশ দেওয়া থেকে একজন ক্রীড়াবিদকে আটকায়। কিন্তু এর থেকে বেড়িয়ে আসার রাস্তা নিজেকেই খুঁজতে হবে।'

তবে, এই মুহূর্তে প্রদ্যুনোভা ভোল্টের চেষ্টা কোনও ভাবেই দীপা কর্মকার করবে না বলেও জানান নন্দী। তিনি বলেন, 'প্রদ্যুনোভা ভোল্ট দেওয়ার সময় এখন নয় দীপার জন্য, প্রদ্যুনোভা ছাড়া পুরনো ভোল্টেকর উপরই এখন নজর দিতে হবে আমাদরে।'

English summary
Dipa Karmakar’s coach says that she still not fully fit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X