
Hockey Asia Cup: জাপানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল ভারত
এশিয়া কাপ হকিতে জাপানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল ভারত। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ ভারতীয় দল নিল সুপার ফোরের ম্যাচে। জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে ২-১ গোলে তারা হারাল প্রতিযোগীতার অন্যতম শক্তিশালী দল জাপানকে। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ২-৫ ব্যবধানে হারিয়েছিল জাপান।

ভারতের হয়ে অসাধারণ দু'টি ফিল্ড গোল করেন মনজিৎ (৮ মিনিট) এবং পবন রাজভর (৩৫ মিনিট)। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমা নিওয়া। দ্বিতীয় কোয়ার্টারে, ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এই গোলটি তিনি করেন। যদিও ম্যাচের প্রথম মিনিটেই জাপানে আক্রমণের ফসল হিসবে তারা পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় দলের ডিফেন্সের সামনে কোনও বিপদ হয়নি।
এ দিন জয়ের ব্যবধান বাড়ানোর সুযোগ একাধিক বার পেয়েছিল ভারত। ১৩ মিনিটে মনিন্দর সিং-এর পেনাল্টি কর্নার আদায় করে নেন কিন্তু সেই পেনাল্টি কর্নার থেকে নিলম সঞ্জীবের শট বাঁচিয়ে দেন জাপানের গোলরক্ষক। কার্থি সেলভাম ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিলেন। জাপানের গোলরক্ষককে একা পেয়েও তিনি বল গোলে রাখতে পারেননি। এই ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে সমতা ফিরিয়ে আনার দারুণ সুযোগ চলে এসেছিল জাপানের কাছে। পেনাল্টি কর্নার অর্জন করে নিয়েছিল তারা। ভারতের মরিয়া ডিফেন্সের সামনে সুবিধা কোনও ভাবেই করে উঠতে পারেননি জাপানি হকি তারকারা। শেষ পর্যন্ত ভারতের পক্ষে ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

সুপার ফোর-এ ভারত ছাড়াও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া। গ্রুপের প্রতিটা দল অপর তিন প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে এবং প্রত্যেকটি দলের তনটি করে ম্যাচ হয়ে যাওয়ার পর যেই দুই দল শীর্ষ স্থানে থাকবে তারাই ফাইনালে জায়গা করে নেবে।