For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো কবাডির রুদ্ধশ্বাস ফাইনালে এগিয়ে থেকে পরাস্ত পাটনা, প্রথমবার চ্যাম্পিয়ন দাবাং দিল্লি কেসি

Google Oneindia Bengali News

প্রো কবাডি খেতাব প্রথমবারের জন্য জিতে নিল দাবাং দিল্লি কেসি। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে মাত্র এক পয়েন্টের ব্যবধানই নির্ধারিত করে দিল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়নকে। প্রথমার্ধের শেষে ১৭-১৫ ব্যবধানে এগিয়ে থাকা পাটনা পাইরেটসকে দাবাং দিল্লি শেষে পরাস্ত করল ৩৭-৩৬ ব্যবধানে।

প্রো কবাডির ফাইনালে পরাস্ত পাটনা, চ্যাম্পিয়ন দিল্লি

(ছবি- প্রো কবাডি টুইটার)

এবারের প্রো কবাডির লিগ পর্যায়ে পাটনা ও দিল্লি শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল। পাটনা পাইরেটস এর আগে তিনবার প্রো কবাডিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একবার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল দিল্লিকে। সেই অপ্রাপ্তি এদিন মিটিয়ে নিল দাবাং দিল্লি কেসি। লিগ পর্যায়ে পাটনা পাইরেটস ৮৬ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে থাকা দাবাং দিল্লি কেসির চেয়ে তাদের ১১ পয়েন্ট বেশি ছিল। দুই দলের সাফল্যের পিছনে বড় অবদান ছিল ডিফেন্সের।

দাবাং দিল্লি ফাইনাল নিয়ে তিনবারই হারাল পাটনা পাইরেটসকে। এর আগে দুটি ম্যাচে পাটনাকে ৩০ পয়েন্টও পেরোতে দেয়নি। এদিন ফাইনালে শুরু থেকেই তুল্যমূল্য লড়াই চলতে থাকে দুই দলের। ম্যাচের মেজাজও ছিল বেশ চড়া। দুই দলের অধিনায়কই প্রথমার্ধে সবুজ কার্ড দেখেন। পাটনা পাইরেটসকে নেতৃত্ব দেন প্রশান্ত কুমার, দিল্লির যোগিন্দর নারওয়াল। বিরতিতে পাটনা এগিয়ে ছিল ১৭-১৫ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও পাটনা আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে একটা সময় ২৩-১৯ ব্যবধানে এগিয়ে যায়। যদিও নবীন কুমারের অনবদ্য পারফরম্যান্সের জেরে ২৪-২৪ করে ফেলে দিল্লি। সেখান থেকে ৩২-২৮ ব্যবধানে এগিয়েও যায়। ম্যাচের যখন সাড়ে চার মিনিট বাকি তখন একটি বোনাস পয়েন্ট পেয়ে ব্যবধান কমিয়ে ৩০-৩৫ করে পাটনা। শেষের দিকে পরপর দুটি পয়েন্ট আদায় করে পয়েন্টের ব্যবধান কমিয়ে তিনে নিয়ে আসে পাটনা। যদিও স্নায়ুযুদ্ধে শেষ অবধি বাজিমাত করে চ্যাম্পিয়ন হয় দাবাং দিল্লি কেসি। অলরাউন্ডার বিজয় ১৪ ও রেইডার নবীন কুমার ১৩ পয়েন্ট নিশ্চিত করেন। পাটনার দুই রেইডার সচিন ও গুমান সিং যথাক্রমে ১০ ও ৯ পয়েন্ট আদায় করেন।

English summary
Dabang Delhi KC Beat Patna Pirates By 37-36 In PKL Thriller To Win Their First Ever Title. At The End Of First Half, Patna Pirates Were Leading By 17-15.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X