প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়ে মধুর প্রতিশোধ শীর্ষে থাকা দাবাং দিল্লির, গুজরাট-ইউপি ম্যাচ টাই
প্রো কবাডি লিগ এবার অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুতে, দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে প্রতিটি লড়াই-ই বেশ চিত্তাকর্ষক হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্সকে আজ হারিয়ে দিল দাবাং দিল্লি কেসি। গুজরাট জায়ান্টস ও ইউপি যোদ্ধার মধ্যে ম্যাচটি টাই হয়ে গিয়েছে।
Naveen Express 🚆, Super-Mani 🦸🏻♂️ aur Record-breaker 😎 ne aaj lagaye #SuperhitPanga mein chaar chaand! ♥️
— ProKabaddi (@ProKabaddi) December 29, 2021
Here are some of the best snaps 📸 from today's special and head to our official website 🔗 https://t.co/EWWLNME5nc for more! 😍#SuperhitPanga #DELvBEN #UPvGG pic.twitter.com/Uznrr26BqY
বেঙ্গল ওয়ারিয়র্সের সেরা রেইডার মনিন্দর সিংয়ের পারফরম্যান্সকে এদিন ছাপিয়ে গেলেন নবীন কুমার। দাবাং দিল্লি কেসি এদিন বেঙ্গল ওয়ারিয়র্সকে হারাল ৫২-৩৫ ব্যবধানে। নবীন যেখানে ২৪ পয়েন্ট সংগ্রহ করলেন সেখানে মনিন্দর ১৬ পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছেন। প্রথমার্ধে দাবাং দিল্লি এগিয়ে ছিল ৩৩-১৫ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে বেঙ্গল ওয়ারিয়র্স লড়াই চালিয়ে ২০-১৯ করলেও পরাজয় এড়াতে পারেনি। দাবাং দিল্লির জীবা কুমার ৩টি ট্যাকল পয়েন্ট আদায় করেন, বেঙ্গল ওয়ারিয়র্সের ডিফেন্ডার আবোজার মিঘানির ঝুলিতে আসে ৪টি ট্যাকল পয়েন্ট। গতবার ফাইনালে দাবাং দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গল ওয়ারিয়র্স। এদিন মধুর প্রতিশোধ নিল দাবাং দিল্লি কেসি।

এদিনের অপর ম্যাচে ইউপি যোদ্ধা ও গুজরাট জায়ান্টস ম্যাচটি টাই হয়, খেলার ফল ৩২-৩২। ইউপি যোদ্ধার রেইডার প্রদীপ নারওয়াল ১১ পয়েন্ট সংগ্রহ করেন। গুজরাটের রাকেশ নারওয়ালের সংগৃহীত পয়েন্ট ১৩। প্রথমার্ধে গুজরাট জায়ান্টস ২০-১৪ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কামব্যাক করে ইউপি যোদ্ধা ১৮-১২ ব্যবধানে এগিয়ে যায়, ফলে খেলা ৩২-৩২, এই অবস্থায় শেষ হয়। গুজরাটের হয়ে এদিনের সেরা ডিফেন্ডার গিরীশ এরনাক ৪টি ট্যাকল পয়েন্ট সুনিশ্চিত করেন, ইউপি যোদ্ধার সুমিত সেখানে ৩টি ট্যাকল পয়েন্ট আদায় করেন।
.@DabangDelhiKC - "Apun chand pe hai abhi." 😌@GujaratGiants - "Rukiye janab, hum bhi upar aa rahe hai." 😉
— ProKabaddi (@ProKabaddi) December 29, 2021
Here's the updated points table after Match 20 of #SuperhitPanga! 📊#SuperhitPanga #vivoProKabaddi #DELvBEN #UPvGG pic.twitter.com/22hrDeqtQu
আগামীকাল জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে ইউ মুম্বার বিরুদ্ধে। অপর ম্যাচে মুখোমুখি হবে হরিয়ানা স্টিলার্স ও বেঙ্গালুরু বুলস। ৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দাবাং দিল্লি কেসি। গুজরাট জায়ান্টস ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। ৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স।