মারাত্মক চমক দিয়ে কমনওয়েলথ গেমসের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া
আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ১৮ সদস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। বার্মিংহ্যামে ২৯ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। আয়োজক দেশ ইংল্যান্ডের সঙ্গে পুল 'বি'তে রয়েছে ভারত। ইংল্যান্ড এবং ভারত ছাড়াও ওই গ্রুপে রয়েছে কানাডা, ওয়েলস এবং ঘানা।

২০২২ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দলের নেতৃত্বে থাকা মনপ্রীত সিং'কে ফিরিয়ে আনা হল নেতৃত্বে। তিনি-ই কমনওয়েলথ গেমসে দেশকে নেতৃত্ব দেবেন। দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ড্র্যাগফ্লিক বিশেষজ্ঞ এবং এফআইএইচ হকি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হরমনপ্রীত সিং।
বিগত কমনওয়েলথ গেমসে গোল্ড কোস্টে প্রত্যাশা মতো খেলতে পারেনি ভারত। চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় দল। ১৮ সদস্যের দল ঘোষিত হওয়ার পর জাতীয় দলের কোচ গ্রাহাম রিড বলেছেন, "পরীক্ষিত দলকেই আমরা বেছে নিয়েছি। এফআইএইচ প্রো লিগে এই খেলোয়াড়দের চাপের মুখে সেরা দলগুলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ছুটির পর নেদারল্যান্ডস থেকে ফিরে আমরা সাই, বেঙ্গালুরুতে ক্যাম্প করব। সেখানে বেলজিয়াম এবং নেদরল্যান্ডসের বিষয়ে আমাদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করব। এফআইএইচ প্রো লিগ থেকে অনেক কিছু শেখার রয়েছে। অবশ্যইএমন কিছু জায়গা রয়েছে যেখানে কমনওয়েলথ গেমসের আগে আমাদের উন্নতি করত হবে।"
কমনওয়েলথ গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল:
শ্রীজেশ পি আর, কৃষ্ণ বাহাদুর পাঠক, বরুণ কুমার, সুরেন্দ্র কুমার, হরমনপ্রীত সিং (সহ অধিনায়ক), অমিত রোহিদাস, জুগরাজ সিং, জার্মানপ্রীত সিং, মনপ্রীত সিং (অধিনায়ক), হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, শামশের সিং, আকাশদ্বীপ সিং, নীলকান্ত শর্মা, মনদীপ সিং, গুরজান্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক
চিন্নাস্বামীতে গ্রাউন্ডসম্যানকে অপমান, ঋতুরাজ গায়কোয়াড়কে 'ধিক্কার' নেটিজেনদের