For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে কয়েক ঘণ্টার মধ্যেই করোনার শিকার দুই ক্রীড়াব্যক্তিত্ব, এবার প্রয়াত দ্রোণাচার্য কোচ

Google Oneindia Bengali News

দেশজুজ়ে বাড়ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। তারই মধ্যে ২৪ ঘণ্টার মধ্যেই করোনা প্রাণ কাড়ল দুই বিশিষ্ট ক্রীড়াবিদের। আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা সুহাস কুলকার্নির পর এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট শুটিং কোচ সঞ্জয় চক্রবর্তী।

কয়েক ঘণ্টার ব্যবধানেই করোনার শিকার দুই ক্রীড়াব্যক্তিত্ব

সঞ্জয় চক্রবর্তীর প্রশিক্ষণপ্রাপ্ত গগন নারাঙ্গ, অঞ্জলি ভাগবতের মতো শুটাররা অলিম্পিক গেমসের আসর থেকে পদক জিতেছেন। বিশিষ্ট এই শুটিং কোচ দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছিলেন। গতকাল রাতে মুম্বইয়ে তিনি প্রয়াত হন, বয়স হয়েছিল ৭৯। চার দশকের বেশি কোচিং কেরিয়ারে তিনি যেমন দেশকে অলিম্পিক্স পদকজয়ী শুটার উপহার দিয়েছেন, তেমনই সঞ্জয় স্যরেরর ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকে অর্জুন ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন, দেশ তো বটেই সফল হয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রেও।

কয়েক ঘণ্টার ব্যবধানেই করোনার শিকার দুই ক্রীড়াব্যক্তিত্ব

বিশিষ্ট এই কোচের প্রয়াণে শোকপ্রকাশ করেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন সঞ্জয় স্যরের আরেক ছাত্র, অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারও। শোকাহত সঞ্জয় চক্রবর্তীর ছাত্রী অর্জুন পুরস্কারপ্রাপ্ত তথা ভারতের হাই পারফরম্যান্স স্পেশালিস্ট কোচ সুমা শিরুর টুইটে লিখেছেন, তিনি সত্যিই দ্রোণাচার্য। আমার মতো অনেকেই তাঁর কাছে প্রশিক্ষণ পেয়ে অর্জুন পুরস্কার পেয়েছেন। নিঃস্বার্থভাবে তিনি শুটার তৈরি করে গিয়েছেন, কখনও গুরুদক্ষিণা প্রত্যাশা করেননি।

Coronavirus

গতকালই প্রয়াত হন জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে পরিচিত নাম সুহাস কুলকার্নি। সম্প্রতি তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা চলছিল কৌশল্যা হাসপাতালে। থানেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন টিটি তারকা। তিনি রেখে গিয়েছেন মা, স্ত্রী ও কন্যাকে। খেলা থেকে অবসর নেওয়ার পরও টিটি-র সঙ্গেই যুক্ত ছিলেন সুহাস কুলকার্নি। কোচিং করানোর ফাঁকে খেলতেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মাস্টার্স টিটি প্রতিযোগিতায়। ২০১৯ সালে ইন্দোরে জাতীয় মাস্টার টিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে দেশের টেবিল টেনিস তথা ক্রীড়ামহলে।

ছবি- টুইটার

English summary
Covid-19 Claimed Lives Of Two Prominent Figures Of National Sporting Scene Within 24 Hours. After Former TT Champion Suhas Kulkarni, Shooting Coach Sanjay Chakravarty Died Of Covid.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X