For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যে শৌচাগারের মেঝেতে রাখা খাবার পরিবেশন করা হলো খেলোয়াড়দের

শৌচাগারের মেঝেতে রাখা খাবার পরিবেশন করা হলো খেলোয়াড়দের

Google Oneindia Bengali News

যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলাধূলার প্রতি জোর দিয়ে আসছেন বরাবর, তাঁর অনুপ্রেরণায় চালু হয়েছে খেলো ইন্ডিয়া, পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছে জাতীয় গেমস, সেখানে তথাকথিক ছোট খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবীদদের নিত্য বিভিন্ন ভাবে বঞ্চনা এবং অবহেলার শিকার হতে হচ্ছে। আজ থেকে ২০ বছর আগে যে চিত্র ছিল তা একই রকম অটুট রয়েছে আজও এবং তার নবতম উদাহরন পাওয়া গেল উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা স্টেডিয়ামে।

যোগী রাজ্যে শৌচাগারের মেঝেতে রাখা খাবার পরিবেশন করা হলো খেলোয়াড়দের

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ মেয়েদের কবাডি টুর্নামেন্ট। যোগী রাজ্যের প্রায় ২০০ জন কাবাডি খেলোয়াড় এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। সেখানে শুক্রবার শৌচাগারের মেঝেতে রাখা ভাত এবং খাবার পরিবেশন করা হয় প্রতিযোগীদের। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে উত্তেরপ্রদেশের সরকার এবং ক্রীড়া প্রশাসনকে তীব্র ভৎসনা করেছেন ক্রীড়াপ্রেমী শুভ বুদ্ধি সমপন্ন মানুষজন।

ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর সাহারানপুর জেলা স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সমস্তটাই অস্বীকার করেছেন ওই জেলার স্পোর্টস অফিসার অনিমেশ সাক্সেনা। তিনি জানিয়েছেন এই অভিযোগা 'ভিত্তিহীন'। সাক্সেনা বলেছেন, "শৌচাগার নয়, খেলোয়াড়দের জন্য রান্না করা খাবার সুইমিংপুলের কাছে প্রচলিত বড় একটি ইটের চুলায় রান্না করা হয়। সেখানেই রাখা হয় খাবার। এই প্রতিযোগীতায় খেলোয়াড়দের যে খাবার সরবরাহ করা হচ্ছে তা ভাল মানের।"

যদিও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অধিকাংশ জানিয়েছেন, ইটের চুলায় রান্না করার পর বড় একটি থালায় ভাত উঠিয়ে শৌচাগারের গেটের কাছে রাখা হয়। ভাতের থালার কাছেই একটি কাগজের ওপর বেঁচে যাওয়া পুরিও ছিল। সবাইকে সেখান থেকেই দুপুরের খাবার দেয়া হয়। নাম প্রকাশে এক খেলোয়াড় বলেছেন, "চুলা থেকে একটা বড় থালায় ভাত ভর্তি করে এনে তা শৌচাগারের গেটের সামনে রাখা হয়। থালার পাশেই রয়ে যাওয়া পুরি একটি একটা কাগজের উপর রাখা হয়। সেখান থেকেই ভাল নিয়ে খেলোয়াড়দের দুপুরে খেতে দেওয়া হয় শুক্রবার।"

এই পুরো ঘটনার তীব্র প্রতিবাদ করেন বেশ কিছু খেলোয়াড় এবং তাঁরা ওই স্টেডিয়ামের এক উচ্চ পদস্থ আধিকারিকের কাছে পুরো বিষয়টির অভিযোগ জানান।

English summary
Cook Rice kept on the toilet floor in Saharanpur served to U-17 Kabaddi Players. The authority of the stadium totally denies the claim.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X