For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনে লক্ষ্য সেনরা শেষ আটে, বাংলার ত্রিয়াশা হতাশ করলেন

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। ব্যাডমিন্টনে মিক্সড টিম কম্পিটিশনে গ্রুপ এ-র ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে চূর্ণ করেছেন লক্ষ্য সেনরা। বাংলার প্রতিনিধিত্ব এবারের কমনওয়েলথ গেমসে হাতে গোনা। তাঁদের মধ্যে ত্রিয়াশা পাল আজ সাইক্লিংয়ে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছেন।

কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনে লক্ষ্য সেনরা শেষ আটে

ব্যাডমিন্টনে শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ আগাগোড়া দাপট বজায় রাখে ভারত। পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তারপর একই ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। লিগ পর্যায়ে গ্রুপ এ-তে এখনও একটি টাই বাকি থাকলেও পরপর দুটি দুরন্ত জয় লক্ষ্য সেনদের পৌঁছে দিল কোয়ার্টার ফাইনালে। ভারত এদিন রণকৌশলে কিছুটা বদল আনে। অশ্বিনী পোন্নাপ্পা ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি আজ জুটি বাঁধেন। প্রথম দিকে কিছুটা নড়বড়ে লাগলেও বিশ্বের প্রাক্তন ১৯ নম্বর এই জুটি শে। অবধি ২১-১৪, ২১-৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেন।

কাঁধের চোট সারিয়ে কোর্টে ফিরে দুরন্ত জয় পেলেন বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেন। তিনি তিনবারের অলিম্পিয়ান নিলুকা করুণারত্নেকে হারিয়ে দেন ২১-১৮, ২১-৫ ব্যবধানে। মহিলাদের সিঙ্গলসে ২১-৩, ২১-৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেন অশ্বিনী কাশ্যপ। ভারতকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেয় বি সুমিত রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। ডাবলসে ভারতীয় জুটি জয়লাভ করে ২১-১০, ২১-১৩ ব্যবধানে। শেষ ম্যাচে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলির জুটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেও জয় এনে দেন ২১-১৮, ২১-৬ ব্যবধানে।

এদিকে, পুরুষদের সাইক্লিংয়ের পর মহিলাদের বিভাগেও হতাশাজনক পারফরম্যান্স ভারতের। মহিলাদের স্প্রিন্ট কোয়ালিফাইং রাউন্ডে নজর ছিল বাংলার ত্রিয়াশা পালের দিকে। কিন্তু ময়ূরী লুটে ও ত্রিয়াশা পাল শেষ করেন যথাক্রমে ২০ ও ২৩ নম্বরে থেকে। এই খারাপ পারফরম্যান্স তাঁদের ছিটকে দিয়েছে। লুটে সময় নেন ১১.৫৪২ সেকেন্ড, ত্রিয়াশা সময় করেন ১১.৮১৩ সেকেন্ড। মহিলা সাইক্লিস্টরা দলগতবাবেও পরের পর্বে যেতে পারেননি। তাঁদের সম্মিলিত সময় দাঁড়ায় ৫১.৪৩৩ সেকেন্ড। পুরুষদের টিমও স্প্রিন্টের যোগ্যতা অর্জন পর্বে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে।

English summary
Commonwealth Games 2022 Indian Shuttlers Beat Sri Lanka 5-0 In Their Second Group A Match Of Mixed Team. Indian Cyclists Mayuri Lute And Triasha Pal Faced A Disappointing Result In The Women's Sprint Qualifying Round.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X