For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লড়েও হার, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ নিয়েই ফিরতে হচ্ছে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজকে

Google Oneindia Bengali News

ভারতের চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি, শনিবার, ২৭ অগাস্ট, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২-এ পুরুষদের ডাবলসের সেমিফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং উই ইক সো-এর কাছে হেরে গেল৷ ভারত ম্যাচটি ২২-২০, ১৮-২১, ১৬-২১এ হেরে গিয়েছে। ফলে সদ্য কমনওয়েলথে সোনা জয়ীদের দেশে ফিরতে হচ্ছে ব্রোঞ্জ নিয়েই। তাঁরা হারালেন বিশ্বের সাত নম্বর পুরুষ ডাবলস জুটির কাছে।

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল

শুক্রবার, ভারতীয় জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে পদক নিশ্চিত করে পুরুষদের ডাবলস সেমিফাইনালে উঠেছিল। তারা কোয়ার্টার ফাইনালে জাপানের ইউগো কোবায়শি এবং তাকুরো হোকিকে ২৪-২২, ১৫-২১, ২১-১৪ গেমে পরাজিত করে। তবে এই যে জয়ের ধারা তাঁরা তা সেমিফাইনালে ধরে রাখতে পারেনি।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

প্রথম গেমে দুই পক্ষের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়, কারণ ভারত এবং ইন্দোনেশিয়া উভয়ই একে অপরকে আধিপত্য বিস্তার করতে দেয়নি। ১৯-২০ পিছিয়ে থাকা মালয়েশিয়া একটি গেম পয়েন্ট বাঁচিয়ে ২০-২২ করে। চেরাগ এবং সাত্বিক তাদের প্রতিপক্ষের কাছ থেকে একটি ফল্ট স্ট্রোক করে খেলা শেষ করে দেয়। মালয়েশিয়ান জুটিকে এরপর আর খুব বেশি ঝরাতে হয়নি। তাঁরা সহজেই ম্যাচ জিতে যায়।

এবং শেষ গেমেও বড় লড়াই ভারতের

এবং শেষ গেমেও বড় লড়াই ভারতের


তৃতীয় এবং শেষ গেমেও ভারত এবং মালয়েশিয়ার মধ্যে ব্যাপক লড়াই হয়। প্রচুর ওঠানামা হয়। এক সময়ে, মনে হচ্ছিল ভারত, বিশ্বের সাত নম্বর পুরুষ ডাবলসের জুটিকে হারিয়ে দেবে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আসলে সাত্ত্বিক ও চিরাগ হেরে গেলেও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি মাসের শুরুতে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে তারা। তার আগে অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল তারা। তাই লড়াই হয় হাড্ডাহাড্ডি।

কমনওয়েলথ গেমসে ইতিহাস

কমনওয়েলথ গেমসে ইতিহাস


কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছিলেন এই চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ভারতীয় জুটি পুরুষদের ডাবলসে পরাস্ত করেছিলেন ইংল্যান্ডের বেন লেন ও সিন ভেন্ডিকে। খেলার ফল ছিল ২১-১৫, ২১-১৩। কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন ডাবলসের ইতিহাসে এই প্রথম কোনও পদক জেতে ভারত। কমনওয়েলথ গেমসে ভারতের কিংবদন্তি অচন্ত শরথ কমল এবারের অভিযান শেষ করেছিলেন সোনা জিতেই। পুরুষদের সিঙ্গলসে তিনি পাঁচ গেমের লড়াইয়ে হারান ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে। খেলার ফল ছিল ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮। তার আগে সাত গেমের রুদ্ধশ্বাস লড়াই শেষে ব্রোঞ্জ নিশ্চিত করেন জি সাথিয়ান। পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি হারালেন ইংল্যান্ডের পল ড্রিঙ্খলকে। খেলার ফল ছিল ১১-৯, ১১-৩, ১১-৫, ৮-১১, ৯-১১, ১০-১২, ১১-৯।

English summary
after giving brilliant fight chirag and sattikrai lost in the semifinal of world badminton championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X