For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীতকালীন অলিম্পিক্সকে কোভিড মুক্ত রাখতে এই পাঁচটি নিয়ম চালু করেছে চিন

শীতকালীন অলিম্পিক্সকে কোভিড মুক্ত রাখতে এই পাঁচটি নিয়ম চালু করেছে চিন

Google Oneindia Bengali News

ফেব্রুয়ারিতে বেজিং-এ বসতে চলেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। দেশের রাজধানী শহরে সুষ্ঠ ভাবে কোনও কোভিড সংক্রমণ ছাড়া যাতে অলিপিক্স আয়োজন করা যায় তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে চিন। যদিও শেষ পর্যন্ত কোভিড শূন্য অলিম্পিক আয়োজন করা হয়তো সম্ভব হবে না আয়োজক দেশের জন্য।

শীতকালীন অলিম্পিক্সকে কোভিড মুক্ত রাখতে এই পাঁচটি নিয়ম চালু করেছে চিন

বেজিং অলিম্পিকের আয়োজক কমিটি ২৩ জানুয়ারি জানিয়েছে, ৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি মধ্যে এই গেমসের সঙ্গে যুক্ত ২৫৮৬ জনের মধ্যে কোভিড সংক্রমণ ধরা পড়েছে ৭২ জনের। তবে, চিনের পা রাখা ১৭১ জন অ্যাথেলিট এবং টিম অফিসিয়ালসদের মধ্যে কারোর কোভিড সংক্রমণ ধরা পড়েনি। আয়োজকরা জানিয়েছেন ৭২টি কোভিড পজিটিভ কেসের মধ্যে ৩৯জনের পজিটিভ রিপোর্ট এসেছে বিমানবন্দরে টেস্টিং-এর সময়ে। এবং ৩৩ জন পজিটিভ চিহ্নিত হয়েছেন 'ক্লোজড লুপ' বাবলে।

বেজিং-এ বসবাসকারী ইভেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই ক্লোজড লুপে রাখা হচ্ছে। বেজিং-এ নামা মাত্রই এই লুপের মধ্যে ঢুকে পড়বেন প্রতিযোগীরা। বাইরের জগতের সঙ্গে তাঁদের যাতে কোনও রকম সংস্পর্শ না থাকে সেই বিষয় নিশ্চিত করা হয়। শুধু এটাই নয়, আরও পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিন সরকার গ্রহণ করেছে এই প্রতিযোগীতাকে কোভিড মুক্ত রাখার জন্য।

প্রথমত, হিউম্যান কনট্যাক্ট কমানোর জন্য এই লুপের মধ্যে কিছু ক্যান্টিনে লোক সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে দিয়ে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এই মেশিনগুলির একটি করে রোবোর্টের মতো হাতও রয়েছে যেগুলি নুডুলসের প্লেট নিজে থেকেই এগিয়ে দেবে। দ্বিতীয়ত, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রত্যহ কোভিড টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। আর্মপিট সেন্সর খেলোয়াড়দের শরীরের তাপমাত্র মাপবে প্রতিনিয়ত। বেজিং-এ পা রাখার পর অ্যাথেলিটদের প্রমাণ দিতে হবে তাঁর সম্পূর্ণ ভাবে ভ্যাকসিনেটেড। তৃতীয়ত, সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময়ে অ্যাথেলিটরা একটি গ্লাস প্যানেলের মধ্যে থাকবেন এবং তাঁদের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব হতে হবে নূন্যতম ছয় ফুট। চতুর্থ, অলিম্পিক্সের সঙ্গে জড়িত ব্যক্তিদের গাড়িকে বিশেষ ভাবে চিহ্নিত করার জন্য গাড়ির সামনে লাল রঙের একটি চিহ্ন দেওয়া থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণকারীরা জনসাধারণকে জানিয়েছে যদি এই ধরনে কোনও গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় তা হলে তাঁরা যেন এদের সংস্পর্শে না আসে এবং পঞ্চম, সাধারণ মানুষের জন্য কোনও টিকিটের ব্যবস্থা করা হয়নি। কিছু বাছাবাছি ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে স্ট্যান্ড ভরানোর জন্য। খেলোয়াড়দের উজ্জীবিত করতে চিৎকার না করে বা গান করে করতালি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের।

English summary
Winter Olympics 2022 is going to start from February. Organizing nation china is leaving no stone unturned to conduct a covid free event. They have set five covid rules for winter Olympics 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X