For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীতকালীন অলিম্পিকের মশাল র‍্যালিতে পিএলএ সেনার অংশগ্রহণ নিয়ে যুক্তি দিল চিন

শীতকালীন অলিম্পিকের মশাল র‍্যালিতে পিএলএ সেনার অংশগ্রহণ নিয়ে যুক্তি দিল চিন

Google Oneindia Bengali News

শীতলাকীন অলিম্পিকের মশাল র্যালিতে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সেনার হাতে মশাল তুলে দিয়েছিল চিন। চিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে মোটেই ভাল নজরে দেখা হয়নি। ভারতও খুব ভাল মতো মেনে নেয়নি এই সিদ্ধান্ত। এ বার নিজেদের এই সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি সাজাল চিন।

শীতকালীন অলিম্পিকের মশাল র‍্যালিতে পিএলএ সেনার অংশগ্রহণ নিয়ে যুক্তি দিল চিন

এই ইভেন্টে (মশাল র্যালি) অংশগ্রহণের জন্য যে মাপকাঠি স্থির করা হয়েছিল সেই মাপকাঠিতে যোগ্য ছিলেন এই সেনা এবং তাই তাঁকে মশাল র্যালিতে রাখা হয়, জানানো হয়েছে চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।

উল্লেখ্য, পিপল লিবারেশন আর্মি রেজিমেন্টের কম্যান্ডার কিউ ফাবাও, যিনি গালওয়ান উপত্যকার সীমান্তে ভারতের সঙ্গে সংঘর্ষের সময় মাথায় চোট পেয়েছিলেন, তাঁকে অলিম্পিকে বেজিং মশাল বাহকের সম্মান দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে ভারত।

এই সিদ্ধান্তকে '‌দুঃখজনক'‌ বলে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে ভারতের শীর্ষ কূটনীতিকরা বেজিং অলিম্পিকের উদ্বোধন ও সমাপ্ত অনুষ্ঠানে যোগ দেবেন না। এটা চিনের রাজনীতি ছাড়া আর কিছুই নয় বলেও জানান তিনি। অরিন্দম বাগচি বলেন, '‌হ্যাঁ, আমরা এই ইস্যুতে রিপোর্ট দেখেছি। এটা খুবই দুঃখজনক যে অলিম্পিকের মতো ইভেন্টের চিনের পক্ষ থেকে রাজনীতি করা হচ্ছে।'‌ তিনি আরও বলেন, '‌আমি এটাও জানাতে চাই যে ভারতীয় রাষ্ট্রদূত বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন না।'‌

প্রসঙ্গত, লাদাখের পূর্ব সেক্টরের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুন মাসে সংঘটিত সবচেয়ে খারাপ সংঘর্ষের একটিতে, যা ১৯৬২ সালের যুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘর্ষে ভারত তার ২০ জন সেনাকে হারিয়েছিল। যদিও চিন সেই সময় দাবি করেছিল যে তারা মাত্র চারজন সেনাকে মেরেছে। তবে অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য ক্ল্যাক্সনের নতুন তদন্তে উঠে এসেছে যে ১৫-১৬ জুনের মধ্যে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে অন্ধকারে গালওয়ান নদী পার হওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে ৩৮ জন চিনা সেনা তলিয়ে যায়।

সাংবাদিক সম্মেলনে নিজেদের এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ পরিস্কার করে চিনের বিদেশ মন্ত্রকের মুখমাত্র ঝাও লিজিয়ান বলেছেন, "বেজিং শীতকালীন অলিম্পিক্সের মশালবাহকরা বৃহৎ অর্থে এক প্রতিনিধি দল এবং এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নির্ধারিত মাপকাঠিতে যোগ্যতা প্রমান করেই তারা অংশ নিয়েছে। এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা ঠিক নয়।"

English summary
A PLA commander who was involved in Galwan Clash was honoured by China by chosen him as a torch carrier of Winter Olympics. This move was not accepted world wide. Specially India mention it as regretful. After getting lots of criticism all around China comes to defend their decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X