For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chess Olympiad: চেস অলিম্পিয়াডে মাতোয়ারা চেন্নাই, একের পর এক চমকে বিস্মিত বিদেশিরা

Google Oneindia Bengali News

চেস অলিম্পিয়াড রাশিয়া থেকে সরে এসেছিল ভারত। মাস তিনেকের মধ্যে এমন ঐতিহ্যশালী আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন কম কথা নয়। কেন্দ্রীয় সরকার ও তামিলনাড়ু সরকার একযোগে যে আয়োজন করেছে তাতে মনে করা হচ্ছে, এবারের অলিম্পিয়াড সব কিছুকেই ছাপিয়ে যাবে। মহাবলীপুরম বা মামল্লপুরমে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন দাবাড়ুরা। চেন্নাইয়ে পা রেখে বিস্ময়ে হতবাক বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাঁদের কথায়, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি।

ব্রিজ না বোর্ড!

ব্রিজ না বোর্ড!

বিখ্যাত নেপিয়ার ব্রিজের কথাই ধরা যাক। দেখলে মনে হবে, গোটা ব্রিজটাই যেন দাবার বোর্ড। আন্তর্জাতিক দাবা দিবসে এখানে ঘুরে গিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ। ভারতের গ্র্যান্ডমাস্টারদের মধ্যে সিংহভাগই তামিলনাড়ু থেকে। ভারতেই দাবার জন্ম। সেখানেই প্রথমবারের জন্য হচ্ছে চেস অলিম্পিয়াড। তা আয়োজনে যেভাবে চেন্নাই-সহ তামিলনাড়ু প্রস্তুত তাতে গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের বক্তব্যেই উঠে এসেছে, ভারতে দাবার রাজধানী চেন্নাই-ই।

বিশ্বমানের ব্যবস্থাপনা

বিশ্বমানের ব্যবস্থাপনা

বিদেশি দাবাড়ু, অফিসিয়াল থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সকলেই মুগ্ধ চেস অলিম্পিয়াডের ব্যবস্থাপনা দেখে। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কথাকে অনেকে মান্যতা দিচ্ছেন যে, এত কম সময়ে অন্য কোনও দেশ এভাবে এত বড় মাপের ইভেন্ট আয়োজন করতে পারতো না। ভারতকে ফিডে চেস অলিম্পিয়াডের দায়িত্ব দেওয়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজে প্রতিযোগিতা-স্থলের পরিকাঠামো ঘুরে দেখে এসেছেন। মাস তিনেনেক মধ্যে এমন বিশ্বমানের ব্যবস্থাপনা অবাক করার মতো। রাজ্য সরকার যেভাবে ব্রিজ-সহ বিভিন্ন জায়গায় দাবার বোর্ডের আদলে অলঙ্করণের ব্যবস্থা করেছেন সেই ভাবনা এ দেশেও বিরল। রাতের মায়াবী আলোয় মুগ্ধতা আরও বেড়ে চলেছে।

উন্মাদনা তুঙ্গে

চেস অলিম্পিয়াডের পরিকাঠামোর প্রশংসা করে ইভেন্টের সাফল্য কামনা করেছেন ভিভিএস লক্ষ্মণ। টুইট করেছেন সচিন তেন্ডুলকরও। সমাজের সর্বস্তরের মানুষ এই ঐতিহাসিক ইভেন্টের সাফল্য প্রার্থনা করছেন। বিশেষ করে দাবার অলিম্পিয়াড এই খেলার জন্মস্থানে আসায়। এবারের চেস অলিম্পিয়াডে অংশ নিতে এ দেশে এসেও রাজনীতির রং লাগিয়ে দেশে ফিরে গিয়েছে পাকিস্তান। তাতে অবশ্য টুর্নামেন্টের গরিমায় এতটুকু আঘাত লাগেনি। ওপেন সেকশন ও মহিলাদের বিভাগ মিলিয়ে রেকর্ড সংখ্যক দাবাড়ু অংশ নিয়েছেন দাবা অলিম্পিয়াডে। ২৩৫ জন গ্র্যান্ডমাস্টার ও তিনজন মহিলা গ্র্যান্ডমাস্টার রয়েছেন। এক মহিলা-সহ ১১০জন ইন্টারন্যাশনাল মাস্টার অংশ নিচ্ছেন। ২ মহিলা-সহ ১৪৬ জন ফিডে মাস্টার এবং একজন মহিলা-সহ ৮৭ জন ক্যান্ডিডেট মাস্টারের এবারের অলিম্পিয়াডে অংশ নেওয়ার কথা।

মুগ্ধ বিদেশিরা

যেভাবে সকলকে অভ্যর্থনা জানানো হয়েছে, সেই আতিথেয়তায় বিদেশিরাও খুব খুশি। ব্যবস্থাপনার পাশাপাশি তাঁরা পছন্দ করছেন দক্ষিণ ভারতীয় খাবার। কেউ নিজে খাবারের সুস্বাদে মজে ডেকে নিয়ে আসছেন বাকিদেরও। সবমিলিয়ে চেন্নাই-সহ তামিলনাড়ু যেভাবে চেস অলিম্পিয়াড নিয়ে মেতে উঠেছে তাতে এর সাফল্যের বিষয়ে নিশ্চিত সকলেই।

English summary
Chess Olympiad: Napier Bridge In Chennai Looks Like A Dazzling Chess Board. Players And Officials Are Loving Traditional South Indian Food Items.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X