For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেস অলিম্পিয়াডে আট বছরের বিস্ময় বালিকা! সর্বকনিষ্ঠ প্রতিযোগীকে নিয়ে আগ্রহ তুঙ্গে

Google Oneindia Bengali News

চেন্নাইয়ের কাছে মামল্লপুরম বা মহাবলীপুরমে শুরু হয়েছে চেস অলিম্পিয়াড। গতকাল চেন্নাইয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দরা ছিলেন। দেশে দাবার রাজধানী সেজে উঠেছে চেস অলিম্পিয়াডকে কেন্দ্র করে। ক্রীড়াপ্রেমীদের মধ্যেও রয়েছে তুমুল আগ্রহ।

চেস অলিম্পিয়াডে আট বছরের বিস্ময় বালিকা

বিভিন্ন দেশের গ্র্যান্ডমাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, ফিডে মাস্টার, ক্যান্ডিডেট মাস্টাররা অংশ নিয়েছেন চেস অলিম্পিয়াডে। তবে প্যালেস্তাইনের বিস্ময় বালিকাকে ঘিরেই এখন তুমুল আগ্রহ। প্যালেস্তাইনের হেবরনের আট বছরের রানডা সেডার চলতি চেস অলিম্পিয়াডের সর্বকনিষ্ঠ প্রতিযোগী। পাঁচ বছর বয়সে বাবার কাছে দাবা শেখা। এখন সেটাই এই খুদের প্রথম ভালোবাসা!

রানডা ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্যালেস্তাইনে মহিলাদের যে দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে দ্বিতীয় স্থান অধিকার করেই রানডা চেস অলিম্পিয়াডের ছাড়পত্র আদায় করে নিয়েছে। বয়স কম হলে কী হবে, আত্মবিশ্বাস দারুণ রয়েছে এই খুদের। দেশকে সাফল্য এনে দিতে মুখিয়ে। রানডার লক্ষ্য মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। রানডার আদর্শ দাবার কিংবদন্তি ইয়েহুডিট পোলগার। মেয়েদের দাবায় ২৬ বছর তিনি বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থেকেছেন। তিনি এখন ফিডের সাম্মানিক ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। চেস অলিম্পিয়াডে পোলগারের সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে চায় প্যালেস্তাইনের রানডা।

এবারের চেস অলিম্পিয়াডে সবচেয়ে বেশি সংখ্যক দেশ থেকে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন। ওপেন ও মহিলাদের বিভাগ মিলিয়ে ১৮৭টি দেশের প্রায় ৩৫০টি দল অংশ নিচ্ছে। ওপেন বিভাগে দলের সংখ্যা ১৮৮, মহিলাদের বিভাগে ১৬২। ২০১৮ সালে বাতুমি অলিম্পিয়াডে ১৮৪টি দেশের ১৫০টি দল অংশ নেয়। ভারতের ৩০ সদস্যের দল, অলিম্পিয়াডের ইতিহাসে যা নয়া রেকর্ড। রাশিয়া ও চিন না থাকায় ভারতের টিম এ দ্বিতীয় বাছাই। শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের তানিয়া সচদেভ খেলছেন তাজিকিস্তানের রুখশোনা সাইদোভার বিরুদ্ধে। কোনেরু হাম্পি খেলছেন আন্তোনোভা নাদেজডার বিরুদ্ধে। বিদিত গুজরাতি খেলছেন জিম্বাবোয়ের রডওয়েল মাকোতোর বিরুদ্ধে।

English summary
Chess Olympiad 2022: Randa Sedar Youngest Participant Who Is Just Eight Years Old And Is From Palestine. Her Father Started Teaching Her Chess When She Was Five.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X