For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন মারিন, সিন্ধুর পদক জয়ের সুযোগ বাড়ল কি?

অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন মারিন, সিন্ধুর পদক জয়ের সুযোগ বাড়ল কি?

  • |
Google Oneindia Bengali News

অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা কারোলিনা মারিন। ফলে টুর্নামেন্ট থেকে পিভি সিন্ধুর পদক জয়ের সম্ভাবনা বাড়ল বলে মনে করছে ক্রীড়া মহলের এক অংশ। যদিও অন্য অংশের মতে, এমন ভাবনা ভারতীয় শাটলারের দক্ষতাকে অসম্মান জানানো হয়। কারও চলে যাওয়ার ওপর বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর পদক জয় নির্ভর করবে না বলে দাবি।

অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন মারিন, সিন্ধুর পদক জয়ের সুযোগ বাড়ল কি?

করোনা ভাইরাসের আবহে বুধবার থেকে শুরু হচ্ছে অল ইংল্যান্ড ওপেন। সেই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০১৬ সালের রিও অলিম্পিকে সোনাজয়ী কারোলিনা মারিন। গত ১৩ মার্চ টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট করেন স্প্যানিশ শাটলার। বলেন যে সুইশ ওপেন খেলতে গিয়ে তিনি চোটগ্রস্ত হন। আর সে কারণেই তিনি অল ইংল্যান্ড ওপেন খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন মারিন।

২০১৬ সালের অলিম্পিকে ফাইনালে কারোলিনা মারিনের বিরুদ্ধে খেলেছিলেন পিভি সিন্ধু। আশা জাগিয়েও ওই ম্যাচে হেরে গিয়েছিলেন ভারতীয় শাটলার। এরপর দুই প্রতিপক্ষ যখনই মুখোমুখি হয়েছে, পাল্লা ভারী থেকেছে স্প্যানিশ শাটলারের। সম্প্রতি সুইশ ওপেনের ফাইনালে পৌঁছে পদক জয়ের আশা জাগিয়েছিলেন সিন্ধু। সেই মারিনের কাছে হারতে হয়েছিল হায়দরাবাদি শাটলারকে।

বুধবার থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে মালেশিয়ার সোনিয়া চে সু ইয়ার বিরুদ্ধে খেলতে নামছেন পিভি সিন্ধু। ডেনমার্কের মিয়া ব্লিচফেলডটের বিরুদ্ধে অভিযান শুরু করছেন সাইনা নেহওয়াল। পুরুষদের বিভাগে ভারতের হয়ে পদক আনতে পারেন কিদাম্বী শ্রীকান্ত, সাই প্রণীত, পারুপল্লী কাশ্যপরা।

English summary
Carolina Marin has pulled out of the All England Open, PV Sindhu will be benefited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X