For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেরি কমের বিরুদ্ধে নয়, স্বচ্ছ সিস্টেমের জন্য লড়াই করেছি: জারিন

বাউটের পর, মেরি সঙ্গে ব্যক্তিগত কোনও লড়াই বা শক্রুতা নেই বলে মন্তব্য করলেন নিখাত জারিন

  • |
Google Oneindia Bengali News

অলিম্পিকের যোগ্যতা অর্জনে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন মেরি কম। স্বদেশীয় তেলেঙ্গানার বক্সার নিখাত জারিনকে ৫১ কেজি বিভাগে ৯-১ ব্যবধানে হারিয়ে চিনে হতে চলা টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের টিকিট পেয়েছেন মেরি। এই বাউটটি নিয়ে আগেই ভারতীয় বক্সিং সার্টিকে বিতর্ক তুঙ্গে ছিল। এরপর ম্যাচ জেতার পর মেরি-নিখাতের সঙ্গে হাত না মেলানো নিয়ে আরও একটি বিতর্ক তৈরি হয়। মেরি অবশ্য পুরো বিতর্ক এড়িয়ে বলেছেন, ' সবার আগে ওর উচিত অন্যদের সম্মান দেওয়া। এই ধরনের মানুষকে আমি একেবারেই পছন্দ করি না। রিংয়ে নিজেকে প্রমাণ কর, রিংয়ের বাইরে নয়।'

মেরি কমের বিরুদ্ধে নয়,লড়াই স্বচ্ছ সিস্টেমের বিরুদ্ধে: জারিন

নিখাত যদিও বাউটের পর, মেরি সঙ্গে ব্যক্তিগত কোনও লড়াই বা শক্রুতা নেই বলে মন্তব্য করলেন। নিখাত পরে বলেছেন, 'আমি নিজেও ভাবিনি এইভাবে মেরির বিরুদ্ধে আমায় রিংয়ে লড়তে হবে। যা নিতে ভারতীয় খেলার জগতে তীব্র বিতর্ক তৈরি হবে। এরপর এই বিষয়টা নিয়ে মেরি ক্ষোভপ্রকাশ করবে বা আমার প্রতি বিরূপ ধারনা নিয়ে রেগে যেতে পারে এমন কোনও আন্দাজ করিনি। মেরির মন্তব্য নিয়ে আমি কোনও মন্তব্য় করব না।'

এখানেই না থেমে নিখাত আরও বলেন, 'আমাকে ট্রায়ালের সুযোগ না দেওয়া একটা সিস্টেমের বিরুদ্ধে আমি লড়ছিলাম। প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে কে যাবে সেই নিয়ে ট্রায়ালের মাধ্যমে স্বচ্ছ একটা ফলাফল চাইছিলাম।

আমার লড়াই ফেডারেশন বা মেরি কমের বিরুদ্ধে নয়। যেকোনও প্রতিযোগিতার স্বচ্ছভাবে হওয়া উচিত।মেরি কিংবদন্তি, ওর সামনে আমরা সবাই জুনিয়র।'

উল্লেখ্য ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরিকে সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য নির্বাচিত করার ইঙ্গিত দেওয়া নিয়ে বক্সিং ফেডারেশনে সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত জারিন ও মেরির মধ্যে ট্রায়াল রাখা হয়।সেই বাউটেই জারিনকে, মেরি ৯-১ ব্য়বধানে হারিয়েছেন।

English summary
Boxer Nikhat Zareen says fighting for a fair trial against system, not Mary Kom 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X