For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী অনুরাগ, আর্থিক পুরস্কার ঘোষণা আইওএ-র

Google Oneindia Bengali News

বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের আসর বসছে ২৮ জুলাই থেকে। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ভারতের প্রতিনিধিত্ব করবেন ২১৫ জন অ্যাথলিট, তাঁদের মধ্যে ১০৮ জন পুরুষ ও ১০৭ জন মহিলা। ইতিমধ্যেই অনেকে বিদেশে গেমসের প্রস্তুতি নিচ্ছেন। আজ দিল্লিতে কমনওয়েলথ গেমসে অংশ নিতে চলা বেশ কয়েকজন ক্রীড়াবিদের উপস্থিতিতে হয়ে গেল কিট উন্মোচনের অনুষ্ঠান। ভারতীয় দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাও জানানো হলো।

পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা আইওএ-র

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাইয়ের ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান, আইওএ-র কার্যকরী সভাপতি অনিল খান্না প্রমুখ। টোকিও অলিম্পিকে পদকজয়ী বজরং পুনিয়া, পি আর শ্রীজেশ, মনপ্রীত সিং, হরমনপ্রীত সিং, লাভলিনা বরগোঁহাইও এদিনের অনুষ্ঠানে যোগ দেন। ছিলেন সাক্ষী মালিক, দ্যুতি চাঁদ, হিমা দাস, শিবা থাপা, অমিত পাঙ্ঘলরাও।

অনুরাগ ঠাকুর এদিনই কমনওয়েলথ গেমসের জন্য ভারতের প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকও করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন ও নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে ভারত বিশ্বের ক্রীড়া মানচিত্রেও প্রভূত উন্নতিসাধন করেছে। গত অলিম্পিকে আমরা সেরা সাফল্য পেয়েছি। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ক্রীড়াবিদরা যে উন্নতি করেছেন তা এখন সকলেই দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক থমাস কাপ জয়ও এমনই এক বিরাট কীর্তি। এবার কমনওয়েলথ গেমসে ভারতের যে অ্যাথলিটরা অংশ নিচ্ছেন তাতে সামগ্রিকভাবে ভারত সেরা ক্রীড়াবিদদেরই পাঠাচ্ছে এবং অন্য সব বছরের চেয়ে শক্তিশালী দল যাচ্ছে ভারত থেকে। বিশ্বের দরবারে ভারতীয় অ্যাথলিটরা আরও একবার দেশকে সাফল্য এনে দিয়ে গর্বিত করবেন বলে মন্তব্য করেন অনুরাগ ঠাকুর। জয় হোক বা পরাজয়, অ্যাথলিটদের গোটা দেশ সমর্থন করবে বলে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন অনুরাগ।

ভারতের সাফল্য নিয়ে আশাবাদী আইওএ-র সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা। তিনি বলেন, ট্রেনিং-সহ যাবতীয় প্রস্তুতিতে কেন্দ্রীয় সরকার অভূতপূর্ব সহযোগিতা করায় অ্যাথলিটরা বিশ্বমানের পরিকাঠামো পেয়েছেন। এতে বার্মিংহ্যাম গেমসে ভারত ভালো ফল করবে বলেই আমি নিশ্চিত। ক্রীড়াবিদদের সঙ্গে কোচ, সাপোর্ট স্টাফদেরও শুভেচ্ছা জানান তিনি। তিনি আইওএ-র তরফে জানান, সোনাজয়ীদের প্রত্যেককে ২০ লক্ষ, রুপোজয়ীদের প্রত্যেককে ১০ লক্ষ ও ব্রোঞ্জজয়ীদের সাড়ে সাত লক্ষ টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, সর্বশেষ কমনওয়েলথ গেমস হয়েছিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। সেবার ভারত ২৬টি সোনা-সহ ৬৬টি পদক জিতেছিল, দখল করেছিল তৃতীয় স্থান। ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস, ভারোত্তোলন ও কুস্তিতেই এসেছিল বেশিরভাগ পদক। অ্যাথলেটিক্স, প্যারাস্পোর্টস ও স্কোয়াশেও পদক এসেছিল ভারতের ঝুলিতে। ইতিমধ্যেই ইংল্যান্ডের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনেকেই সেখানে গিয়ে অনুশীলন করেছেন। কেউ আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ইভেন্টে অংশ নেওয়ার পর সরাসরি বার্মিংহ্যাম পৌঁছে যাবেন। এবার শুটিং কমনওয়েলথ গেমসে নেই। তবে মহিলাদের ক্রিকেটে ভারতীয় দল পদক এনে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

English summary
Birmingham Commonwealth Games 2022: Kit Unveiling And Send Of Ceremony For The Indian Contingent Held In New Delhi. Union Minister For Youth Affairs And Sports Anurag Singh Thakur Reviewed India's Preparation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X