২০২৩-র হকি বিশ্বকাপের আসর বসছে ভুবনেশ্বর ও রউরকেলায়
পরপর দু-বার। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে ২০২৩-র পুরুষদের হকি বিশ্বকাপ। একই সঙ্গে রউরকেলাতেও হবে টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিজে এ কথা ঘোষণা করেছেন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টের শো-পিস ইভেন্টের ছবি টুইটারে পোস্ট করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

২০২৩-র ১৩ জানুয়ারি শুরু হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্টের ঘোষণার মুহূর্তে কলিঙ্গ স্টেডিয়ামে পনেরো হাজার দর্শকের সামনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন যে তাঁর রাজ্যের মানুষ হকি অন্ত প্রাণ। পরিকাঠমো এবং সুযোগ-সুবিধার দিক থেকে এগিয়ে থাকা ভুবনেশ্বর ও রউরকেলায় যে ফের হকির উৎসব আয়োজিত হতে চলেছে, তা ভেবে আপ্লুত ওড়িশার মুখ্যমন্ত্রী।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">It is a rare honour for any country to host a World Cup and <a href="https://twitter.com/hashtag/Odisha?src=hash&ref_src=twsrc%5Etfw">#Odisha</a> is proud to be hosting Hockey World Cup for the second time continuously. Happy to share matches of <a href="https://twitter.com/hashtag/OdishaHockeyWorldCup2023?src=hash&ref_src=twsrc%5Etfw">#OdishaHockeyWorldCup2023</a> to be played at <a href="https://twitter.com/hashtag/SportsCapitalofIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#SportsCapitalofIndia</a>, <a href="https://twitter.com/hashtag/Bhubaneswar?src=hash&ref_src=twsrc%5Etfw">#Bhubaneswar</a> & hockey nerve centre Rourkela. <a href="https://t.co/CwcQ6bjZ66">pic.twitter.com/CwcQ6bjZ66</a></p>— Naveen Patnaik (@Naveen_Odisha) <a href="https://twitter.com/Naveen_Odisha/status/1199689908933148672?ref_src=twsrc%5Etfw">November 27, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Panposh Hostel of Rourkela is the nerve center of hockey. Hosting of <a href="https://twitter.com/hashtag/OdishaHockeyWorldCup2023?src=hash&ref_src=twsrc%5Etfw">#OdishaHockeyWorldCup2023</a> matches in Rourkela will be befitting tribute to the contribution of Sundergarh to Indian hockey. It will put Rourkela in global map and promote hockey in big way in hockey heartland. <a href="https://t.co/BO8r9LrdpX">pic.twitter.com/BO8r9LrdpX</a></p>— Naveen Patnaik (@Naveen_Odisha) <a href="https://twitter.com/Naveen_Odisha/status/1199690110171664384?ref_src=twsrc%5Etfw">November 27, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>উল্লেখ্য ২০১০ সালে পুরুষদের হকি বিশ্বকাপের আসর বসেছিল রাজধানী দিল্লিতে। ২০১৮ সালে ওড়িশার ভুবনেশ্বরই এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব নিয়েছিল। লাগাতার দ্বিতীয়বার ভারতের একই শহরে হকি বিশ্বকাপ আয়োজিত হতে চলায় উচ্ছ্বসিত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তথা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সভাপতি নরিন্দর বাত্রা। তিনি বলেন, এর আগে দেশের রাজধানী দিল্লি ও ভুবনেশ্বরে বিশ্বমানের হকি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ-সুবিধা ছিল। সেই তালিকায় রউরকেলার নাম অন্তর্ভূক্ত হওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন নরিনিদর বাত্রা।