For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো কবাডিতে জয়পুর পরাস্ত ইউ মুম্বার কাছে, হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে দুইয়ে বেঙ্গালুরু বুলস

  • |
Google Oneindia Bengali News

প্রো কবাডি লিগের খেলাগুলি হচ্ছে বেঙ্গালুরুতে। করোনা পরিস্থিতিতে খেলাগুলি হচ্ছে হোয়াইটফিল্ডে শেরাটন গ্রাউন্ডের দর্শকশূন্য স্টেডিয়ামে। আজ ছিল দুটি ম্যাচ। ইউ মুম্বার কাছে পরাস্ত জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অন্য ম্যাচে, হরিয়ানা স্টিলার্সকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু বুলস।

 প্রো কবাডিতে হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে দুইয়ে বেঙ্গালুরু

(ছবি- প্রো কবাডি টুইটার)

ইউ মুম্বা এদিন ৩৭-২৮ ব্যবধানে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। এই জয়ে বড় ভূমিকা নিলেন দুই রেইডার ভি অজিত কুমার ও অভিষেক সিং। অজিত কুমার ইউ মুম্বার এদিনের সেরা রেইডার, তিনি ১১ পয়েন্ট সংগ্রহ করেন। অভিষেকের ঝুলিতে গিয়েছে ১০ পয়েন্ট। তিনটি ট্যাকল পয়েন্টের সাহায্যে ইউ মুম্বার এদিনের সেরা ডিফেন্ডার ফাজেল আত্রাচালি। অন্যদিকে, জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে টানা চতুর্থ সুপার টেনের সৌজন্যে রেইডার অর্জুন দেশওয়াল আজ সংগ্রহ করলেন ১৪ পয়েন্ট। জয়পুরের এদিনের সেরা ডিফেন্ডার দীপক সিংয়ের সংগ্রহে চারটি ট্যাকল পয়েন্ট।

এদিনের অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্সকে ৪২-২৮ ব্যবধানে হারিয়েছে বেঙ্গালুরু বুলস। বেঙ্গালুরুর সেরা রেইডার পবন শেরাওয়াত একাই সংগ্রহ করেছেন ২২ পয়েন্ট। অন্যদিকে, হরিয়ানার এদিনের সফলতম রেইডার বিকাশ কান্ডোলা পেয়েছেন সাত পয়েন্ট। বেঙ্গালুরুর ডিফেন্ডার মহেন্দ্র সিং চারটি ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেছেন। এই জয়ের ফলে বেঙ্গালুরু বুলস ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইল। শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসি তাদের চেয়ে এগিয়ে মাত্র ৩ পয়েন্টে। বেঙ্গালুরু বুলসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউ মুম্বা। এদিন জেতায় চার ম্যাচে তাদের পয়েন্ট ১৪, রয়েছে তৃতীয় স্থানে।

জয়পুর পিঙ্ক প্যান্থার্স সপ্তম ও হরিয়ানা স্টিলার্স রয়েছে নবম স্থানে। আগামীকাল তামিল থালাইভাস খেলবে পুনেরি পল্টনের বিরুদ্ধে। তার পরের ম্যাচে পাটনা পাইরেটসের সামনে বেঙ্গল ওয়ারিয়র্স।

English summary
Bengaluru Bulls Beat Haryana Steelers By 42-28 Margin In Pro Kabaddi. In Another Match Of The Day, U Mumba Secured Win Over Jaipur Pink Panthers By 37-28.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X