For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PKL: প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গলে’র, অন্য ম্যাচে জয় পেল অভিষেক বচ্চনের দল

Google Oneindia Bengali News

প্রো কবাডি লিগের ম্যাচে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে হেরে গেল বেঙ্গল ওয়ারিয়র্স। বাংলার প্রতিনিধিত্ব করা বেঙ্গল ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচের ফলাফল ৩৭-৪১। বেঙ্গল ওয়ারিয়র্সের অর্জিত ৩৭ পয়েন্টের মধ্যো ১৪ পয়েন্ট একাই এনে দিয়েছেন দলের অধিনায়ক মনীন্দর সিং।

PKL: প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গলে’র, অন্য ম্যাচে জয় পেল পিঙ্ক প্যান্থার্স

এ দিন অর্জিত ১৪ পয়েন্টের মধ্যে মনীন্দর ৯ পয়েন্ট বোনাসে অর্জন করেছেন। টাচ পয়েন্ট অর্জন করেছেন পাঁচটি। মনীন্দরের পাশাপাশি ধারাবাহিকতা বজায় রেখেছেন মহম্মদ নবিবক্স। ইরানের এই তারকা অল রাউন্ডার। তিনটি টাচ পয়েন্ট পেয়েছেন, তিনটি বোনাস পয়েন্ট পয়েছেন এবং তিনটি ট্যাকেল পয়েন্ট অর্জন করেছেন। অপর দিকে, হরিয়ানা স্টিলার্সের হয়ে ৯ পয়েন্ট অর্জন করেছেন বিকাশ কান্ডোলা। অলরাউন্ডার মিতু হরিয়ানা স্টিলার্স'কে এই ম্যাচে এনে দিয়েছেন ১০ পয়েন্ট।

দল হারলেও ম্যাচের সেরা রেইডারের পুরস্কার অর্জন করেছেন মনীন্দর সিং। এই একটা খেতাব বাদে ম্যাচে বাকি ব্যক্তিগত পুরস্কারগুলির প্রত্যেকটিই গিয়েছে হরিয়ানা'র প্লেয়ারদের ঝুলিতে। ম্যাচের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন হরিয়ানা স্টিলার্সের মোহিত। গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার পয়েছেন মিতু। ৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে হরিয়ানা স্টিলার্স। ৩ পয়েন্ট কম অর্জন করে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স।

শুক্রবার অপর ম্যাচে, পুনেরি পালটনের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স। খেলার ফল ৩১-২৬। পুনেরি পালটনের হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট অর্জন করেন অর্জুন দেশওয়াল। ম্যাচের সেরা রেইডারের পুরস্কারও অর্জন করেছেন তিনি। ম্যাচের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন জয়পুর পিঙ্ক প্যান্থার্সের সন্দীপ ঢুল। গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কাও গিয়েছে জয়পুরের ঝুলিতেই। পুনেরি পালটনের বিরুদ্ধে জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ১১ পয়েন্ট নিয়ে শেষের দিক থেকে দ্বিতীয় স্থান অর্থাৎ একাদশ স্থানে রয়েছে পুনেরি পালটন।

English summary
Bengal Warriors lost against Haryana Steelers in a close match. The score line against Bengal warriors is 41-37. In the other match Jaipur Pink Panthers beat Puneri Paltan by 31-26. Both matches were played in Sheraton Grand, Whitefield, Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X