For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়র্স, ছন্দ অব্যহত পাটনা পাইরেটসের

Google Oneindia Bengali News

প্রো কবাডি লিগে ছন্দে ফিরল বেঙ্গল ওয়ারিয়র্স। হারের হ্যাটট্রিকের পর জয়পুর পিঙ্ক প্যান্থার্স'কে ৩১-২৮ ব্যবধানে পরাজিত করল বাংলার ফ্রাঞ্চাইজি কবাডি দলটি। সোমবার বাংলার জয়ের প্রধান দুই কারিগর দলনেতা মনিন্দর সিং এবং মহম্মদ নবিবক্স। এই দুই তারকার যৌথ সংগ্রহ ২৩ পয়েন্ট।

হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়র্স, ছন্দ অব্যহত পাটনা পাইরেটসের

এ দিন বাংলার দলটির হয়ে ১৩ পয়েন্ট অর্জন করেন মনিন্দর সিং। বেঙ্গল ওয়ারিয়র্সের আক্রমণের প্রধান ভরসা মনিন্দরের সংগৃহীত ১৩ পয়েন্টের মধ্যে ১১টি টাচ পয়েন্ট। একটি ট্যাকেট এবং একটি বোনাস পয়েন্ট অর্জন করেছেন তিনি। অপর দিকে, ইরানের অলরাউন্ডার মহম্মদ নবিবক্সের অর্জিত দশ পয়েন্টের মধ্যে ছয় পয়েন্ট এসেছে রেড থেকে। এক পয়েন্ট বোনাস এবং ট্যাকেলে তিন পয়েন্ট অর্জন করেছেন ৩০ বছর বয়সী এই বিদেশি। এছাড়া দুই পয়েন্ট পয়েছেন আবোজার মিঘানি।

অপর দিকে, জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে গোটা ম্যাচে একমাত্র বেঙ্গল'কে লড়াই দেওয়া চেষ্টা করেছেন স্টার রেডার অর্জুন দেশওয়াল। অর্জুন ছাড়া কেউই এ পিঙ্ক প্যান্থার্সের জার্সিতে সাফল্যের মুখ দেখেননি। বিশেষ করে ডিফেন্ডারদের ব্যর্থতা ডুবিয়েছে দলকে। জয়পুরের ২৮ পয়েন্টের মধ্যে অর্জুন একাই নিয়েছেন ১৬ পয়েন্ট। এছাড়া দীপক হুডা পাঁচ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। এই ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে জয়পুর আছে ন'নম্বরে।

সোমবার অপর একটি ম্যাচে পাটনা পাইরেটস নামমাত্র ব্যবধানে পারস্থ করেছে তেলেগু টাইটানস'কে। তেলেগু'র বিরুদ্ধে পাটনা জিতেছে ৩১-৩০ ব্যবধানে। এই ম্যাচে হারের ফলে পাঁচ ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখতে পারল না তেলেগু টাইটানস। লিগ টেবলে তাদের অবস্থান একাদশতম স্থানে। তেলেগু'কে হারিয়ে এই ম্যাতে জয়ের হ্যাটট্রিক করল পাটনা। ৫ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে রয়েছে পাটনা।

English summary
Bengal Warriors back in the winning track agfter consecutive thre loss in Pro kabaddi league. Bengal beat Jaipur Pink panthers by 31-28 points. In another game today Telegu Titans lost against Patna Pirates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X