For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো কবাডি লিগে ড্র বাংলার, কাজে এল না মনিন্দরের দুরন্ত লড়াই

প্রো কবাডি লিগে ড্র বাংলার, কাজে এল না মনিন্দরের দুরন্ত লড়াই

Google Oneindia Bengali News

প্রো কবাডি লিগের ম্যাচে মঙ্গলবার প্রথম ম্যাচে ইউ পি যোদ্ধার সঙ্গে ৪১-৪১ ব্যবধানে ড্র করল বেঙ্গল ওয়ারিয়র্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলের রেডাররা দুর্দান্ত পারফর্ম করেন। বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক মনিন্দর সিং একাই এনে দেন ১৮ পয়েন্ট। দুর্ধর্ষ পারফর্ম বাংলার ফ্রাঞ্চাইজি দলটির অধিনায়ক করেছেন। তাঁর দলের ডিফেন্স একটু সঙ্গত দিতে পারলে তাঁর এই লড়াই শেষে নিশ্চিত ভাবে জয় পেত বেঙ্গল ওয়ারিয়র্স। বাংলার অলরাউন্ডার দীপক হুডা দেন ৪ পয়েন্ট। এ ছাড়া বলার মচো পারফর্ম করেননি বাংলার কেউই।

প্রো কবাডি লিগে ড্র বাংলার, কাজে এল না মনিন্দরের দুরন্ত লড়াই

ইউ পি যোদ্ধার হয়ে রোহিত তোমার ১৬ পয়েন্ট সংগ্রহ করেন। তোমারের পারফরম্যান্স ছিল অনবদ্য। তিনি ছাড়াও দলটির অধিনায়ক পারদীপ নারওয়াল সংগ্রহ করেন ১১ পয়েন্ট। মূলত এই দুই রেডারই ইউ পি যোদ্ধাকে এই ম্যাচে টেনে নিয়ে যায়। এই দুই জনের কেউ একটু খারাপ খেললে নিশ্চিত ভাবে পয়েন্ট হারিয়েই ফিরতে হয় ইউ পি যোদ্ধাকে।

দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি এবং তেলেগু টাইনাস। এই ম্যাচে ৪০-৩৩ ব্যবধানে তেলেগু টাইটানসকে পরাজিত করে দাবাং দিল্লি কে সি। এই ম্যাচটিতেও দাপট দেখান দুই দলের রেডাররা। আশু মালিক ১২ পয়েন্ট এনে দেন দাবাং দিল্লিকে, লেফল কভারের ডিফেন্ডার বিশাল সংগ্রহ করেন ৫ পয়েন্ট । তেলেগু টাইটানসের হয়ে ১৪ পয়েন্ট পান সিদ্ধার্থ দেশাই। এ ছাড়া ৮ পয়েন্ট পান বিশাল ভরদওয়াজ। এই জয়ের ফলে দাবাং দিল্লি উঠে এস চার নম্বরে। বাংলা ওয়ারিয়র্স পুরো পয়েন্ট না পেলেও ৩২ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে ৮ নম্বরে। আগামীকাল বেঙ্গলুরু বুলসের মুখোমুখি হবে হরিয়ানা স্টিলার্স। অপর খেলায়, তামিল থালাইভাসের মুখোমুখি হবে পুনেরি পলটন।

English summary
Bengal Warriors draw against UP Yoddhas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X