For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু বুলসকে হারিয়ে চার নম্বরে উঠে এল বেঙ্গল ওয়ারিয়র্স, তামিল থালাইভাসের বিরুদ্ধে জিতল গুজরাত জায়েন্টস

Pro Kabaddi League

Google Oneindia Bengali News

হড্ডাহাড্ডি ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বুলসকে এক পয়েন্টের ব্যবধানে হারিয়ে লিগ টেবলরে চতুর্থ স্থানে উঠে এল বেঙ্গল ওয়ারিয়র্স। বৃহস্পতিবার বেঙ্গল ওয়ারিয়র্সের পক্ষে খেলার ফলাফল ৪০-৩৯।

বেঙ্গালুরু বুলসকে হারিয়ে চার নম্বরে উঠে এল বেঙ্গল ওয়ারিয়র্স, তামিল থালাইভাসের বিরুদ্ধে জিতল গুজরাত জায়েন্টস

দুই রেডেরা মনিন্দর সিং এবং সুকেশ হেগডে যথাক্রমে ৯ এবং ৭ পয়েন্ট এনে দেয় বেঙ্গল ওয়ারিয়র্সকে। অধিনায়ক মনিন্দরের সংগ্রহিত ৯ পয়েন্টের মধ্যে চারটি টাচ পয়েন্ট এবং চারটি বোনাস রয়েছে। একটি ট্যাকেল পয়েন্ট অর্জন করে দিয়েছেন বাংলাকে। সুকেশ হেগডে-এর অর্জিত ৭ পয়েন্টের মধ্যে বোনাস পয়েন্ট পাঁচ এবং টাচ পয়েন্ট দুই। ইরানের অলরাউন্ডার মহম্মজ নবীবক্স বেঙ্গলকে এই ম্যাচে ৬ পয়েন্ট দিয়েছেন।

অপর দিকে, বেঙ্গালুরু বুলসের অর্জিত পয়েন্টের সিংহভাগই দিয়েছেন রেডার পবন শেরাওয়াত। বেঙ্গালুরু বুলসের অধিনায়ক ১৩টি পয়েন্ট সংগ্রহ করেছেন দলের হয়ে। অপর রেডার চন্দ্রন রঞ্জিতের সংগৃহীত পয়েন্ট ৮।

বৃহস্পতিবার অপর ম্যাচে গুজরাত জায়েন্টের বিরুদ্ধে ৩৫-৩৭ ব্যবধানে পরাজিত হয়েছে তামিল থালাইভাস। গুজরাতের হয়ে সর্বোচ্চ নয় পয়েন্ট অর্জন করেছেন রেডার মহেন্দ্র রাজপুত। অপর দুই রে়ডার রাকেশ এবং রাকেশ নারওয়াল যথাক্রমে অর্জন করেছেন ৫ এবং ৬ পয়েন্ট। তামিল থালাইভাসের মনজিৎ ১২ পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া ডিফন্ডার সাগর ৬ পয়েন্ট এনে দিয়েছিলেন দলকে। এই ম্যাচে থালাইভাসকে সর্বাধিক পয়েন্ট এনে দিয়েছেন তরুণ রেডার অজিঙ্ক পাওয়ার। মোট ১০ পয়েন্ট অর্জন করেছেন তিনি। রেডাররা নিজেদের কাজ ঠিক মতো করলেও ডিফেন্সের ভরাডুবির কারণেই এই ম্যাচে হারতে হল থালাইভাসকে। ঘুরিয়ে বললে টিম গেমের সুফল পেল গুজরাত জায়েন্টস। কোনও বিশেষ কারোর উপর নির্ভর না করে দলের প্রায় প্রত্যেকেই প্রয়োজনের সময়ে দলকে নির্ভরতা দিতে সমর্থ হয়েছেন।

English summary
Bengal Warriors beat Bengaluru Bulls in a close match. In the other hand Gujarat Giants beat Tamil Thalaivas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X