For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হকি বিশ্বকাপ নিয়ে জোর বিতর্ক বেলজিয়ামের এক খেলোয়াড়ের মন্তব্যে, ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

  • |
Google Oneindia Bengali News

হকি বিশ্বকাপের খেলা শুরু হয়েছে গতকাল। তারই মধ্যে জোর বিতর্ক তৈরি হলো বেলজিয়ামের প্লেয়ার এলিয়ট ভ্যান স্ট্রাইডঙ্কের বক্তব্যে। ভারতকে হকি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বভার দেওয়া লজ্জাজনক ও অনৈতিক বলে দাবি করেছেন তিনি। টাকার খেলা চলছে বলেও গুরুতর অভিযোগ করেছেন গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের এই প্লেয়ার।

হকি বিশ্বকাপের আয়োজক ভারতকে নিয়ে বিতর্ক তৈরি করল বেলজিয়াম

বেলজিয়াম শুধু গতবারের বিশ্বচ্যাম্পিয়নই নয়, এবারও খেতাব জয়ের বড় দাবিদার। ২০১৮ সালের পর এবার নিয়ে পরপর দুটি হকি বিশ্বকাপের আসর বসেছে ওডিশায়। একই দেশে পরপর দুটি বিশ্বকাপ আয়োজনের রেকর্ড গড়েছে ভারত। ২০১৮ সালে হকি বিশ্বকাপের খেলাগুলি হয়েছিল ভুবনেশ্বরে। এবার ভুবনেশ্বরের সঙ্গে খেলা হচ্ছে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম রৌরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামেয এর আগে ২০১০ সালে দিল্লিতে হয়েছিল হকি বিশ্বকাপ।

চারটি বিশ্বকাপের তিনটিই ভারতে,এমনটা কীভাবে সম্ভব এমন প্রশ্নই বেলজিয়ামের এলিয়ট ভ্যান স্ট্রাইডঙ্কের কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। তাতেই বোমা ফাটান স্ট্রাইডঙ্ক। তিনি বলেন, এটাই হচ্ছে টাকার জোর। বেলজিয়াম ভালোভাবেই ভারত সম্পর্কে অবহিত এবং নানা বাধ্যবাধকতার কথাও জানে। আয়োজক দেশ হিসেবে জল ও খাবার সম্পর্কে ভারতের যত্নশীল থাকা উচিত। এটা দুর্ভাগ্যজনক যে ভারত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে। কিন্তু একমাত্র ভারতেই প্রতিদিন ২০ হাজারের দর্শকাসন ভরে যায়। ফলে হকির পরিবেশ নিয়ে সমস্যা নেই। সেই সঙ্গে ওডিশা বা হিরোর মতো গ্লোবাল স্পনসরদের আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে। ফলে ভারতে বিশ্বকাপ হওয়ার পিছনে অর্থনৈতিক কারণ রয়েছে। কিন্তু নিরপেক্ষতা বা স্বচ্ছ্বতা নেই। বেলজিয়াম সাফল্য পেলেও সেখানে মিডিয়া কভারেজে হকি বিশেষ জায়গা পায় না বলেও বেলজিয়ামের এক সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন এলিয়ট।

এদিন, পুল বি-র ম্যাচে ভুবনেশ্বরে কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে বেলজিয়াম। এই পুলের অপর ম্যাচে জার্মানি ৩-০ গোলে হারিয়েছে জাপানকে। পুল সি-র ম্যাচে রৌরকেল্লায় নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। চিলিকে ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। কাল ভারত খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। স্পেনের সামনে ওয়েলস।

English summary
Belgium Player Opines India Hosting the Men's Hockey World Cup 2023 A Shameful And Unfair Call. Belgium Are The Defending World Champions And One Of The Favorites.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X