For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ-জয়ের বিসিসিআই থেকে প্রধানমন্ত্রীর ফান্ডে বিপুল অর্থ! মোদীকে দেওয়া নীরজের জ্যাভলিন কোথায়?

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জিতেছেন নীরজ চোপড়া। অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিট ও প্যারা-অ্যাথলিটরা দেশে ফেরার পর তাঁদের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন উপহার দিয়েছিলেন। নমামি গঙ্গে প্রকল্পের জন্য সেগুলিকে নিলামে রাখেন প্রধানমন্ত্রী।

সৌরভ-জয়ের বিসিসিআই থেকে প্রধানমন্ত্রীর ফান্ডে বিপুল অর্থ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া একটি জ্যাভলিন উপহার দিয়েছিলেন। নমামি গঙ্গে প্রকল্পের জন্য ই অকশনে সেটিরই সর্বাধিক দর উঠেছিল। তবে সেটি নিলাম থেকে কে কিনেছে সেটি এতদিন অজ্ঞাতই ছিল। বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মোদীকে দেওয়া নীরজের সেই জ্যাভলিনটি কিনেছিল বিসিসিআই। গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি হয়েছিল এই নিলাম। গঙ্গাকে পরিষ্কার ও রক্ষা করতে ২০১৪ সালে নমামি গঙ্গে প্রকল্প প্রধানমন্ত্রী চালু করেন। নিলাম থেকে সংগৃহীত অর্থ ওই প্রকল্পেই খরচ করার বন্দোবস্ত করা হয়।

নীরজের সেই জ্যাভলিনটি বিসিসিআই কিনেছিল ১.৫ কোটি টাকার বিনিময়ে। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের ওই আধিকারিক বলেছেন, ভারতের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিটের ক্রীড়া সরঞ্জাম বিসিসিআইয়ের কাছে থাকায় আমরা সকলেই গর্বিত। বিসিসিআই নীরজের জ্যাভলিনটি কিনলেও আরও বেশ কয়েকটি স্মারকের জন্যও দর কষাকষিতে অংশ নিয়েছিল। নমামি গঙ্গে একটি অত্যন্ত সাধুবাদযোগ্য একটি প্রকল্প। বিসিসিআই দেশের জনপ্রিয়তম ক্রীড়া সংস্থা হিসেবে দেশের প্রতি কর্তব্য পালনেই ওই নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। নীরজের জ্যাভলিনের পাশাপাশি ভারতের যে প্যারালিম্পিয়ানরা টোকিও প্যারালিম্পিক গেমসে অংশ নেন তাঁদের সই করা একটি অঙ্গবস্ত্রও নিলাম থেকে কেনে বিসিসিআই।

এর পাশাপাশি দেশে যখন আছড়ে পড়েছিল করোনার প্রথম ঢেউ, তখন বিসিসিআই পিএম কেয়ারস ফান্ডে ৫১ কোটি টাকা প্রদান করেছিল। নমামি গঙ্গের প্রকল্পের জন্য হওয়া নিলামে নীরজের জ্যাভলিনের সর্বাধিক দর ওঠে, যা কেনে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বিসিসিআই। ফেন্সার ভবানী দেবীর তলোয়ারের দর ওঠে ১.২৫ কোটি। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিলের জ্যাভলিনের দর ওঠে ১.০০২ কোটি টাকা। বক্সার লাভলিনা বরগোঁহাইয়ের গ্লাভসের দর ওঠে ৯১ লক্ষ টাকা। তবে সেগুলি কারা কিনেছেন তা এখনও সামনে আসেনি। আপাতত জানা গিয়েছে নীরজের জ্যাভলিনের বিষয়টিই। ই-অকশনে ১৩৪৮টি স্মারকের জন্য ৮৬০০টি বিড জমা পড়ে। নীরজ চোপড়া যে জ্যাভলিনটি ছুড়ে টোকিওয় সোনা জিতেছিলেন সেটি এখন রয়েছে লোজানে অলিম্পিক মিউজিয়ামে। নীরজই সেটি ওই মিউজিয়ামে রাখতে দিয়েছেন।

বড় ধাক্কা ইংল্যান্ডের শিবিরে, টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন এই মহাতারকাবড় ধাক্কা ইংল্যান্ডের শিবিরে, টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন এই মহাতারকা

English summary
BCCI Bought Neeraj Chopra's Javelin And Angavastra Signed By Indian Paralympic Contingent During E-Auction In 2021. BCCI Contributed Rs 51 Crore To PM Cares Fund During The First Wave Of COVID-19 Pandemic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X