For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় কুস্তি ফেডারেশন ভাঙার দাবিতে অনড় বজরং-ভিনেশরা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা অভিযুক্ত সভাপতির

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থা-সহ নানা কুকীর্তির অভিযোগ। যন্তরে মন্তরে ধর্নার দ্বিতীয় দিন। নড়েচড়ে বসছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে ঠাণ্ডা থাকলেও ভারতীয় কুস্তি নিয়ে উত্তাপ বাড়ছে রাজধানীতে। আজ দ্বিতীয় দিনে পড়ল যন্তর-মন্তরে একাধিক অলিম্পিয়ান-সহ ভারতীয় কুস্তিগীরদের ধর্না। অভিযুক্ত ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের। তবে শরণের অপসারণের সম্ভাবনাই জোরালো হচ্ছে। কেন না, এই ঘটনা আখেরে অস্বস্তিতে ফেলছে বিজেপিকেই।

কুস্তিগীরদের ধর্নার দ্বিতীয় দিন

কুস্তিগীরদের ধর্নার দ্বিতীয় দিন

আজ যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্নায় গিয়ে উপস্থিত হন কমনওয়েলথ গেমসে তিনবারের পদকজয়ী তথা বিজেপি নেত্রী ববিতা ফোগাট। ভারতীয় কুস্তিগীররা ফেডারেশন ভেঙে দেওয়ার দাবিতে অনড়। ববিতা ধর্নাস্থলে গিয়ে জানান, তিনি সরকারের বার্তা নিয়েই এসেছেন। কুস্তিগীররা যা চাইছেন, সেটাই হবে। এদিনও ধর্নামঞ্চে রয়েছেন বজরং পুনিয়া, আনশু মালিক, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। তাঁদের আশ্বস্ত করে ববিতা বলেন, আমি সমাধান বের করার চেষ্টা করছি। আমি প্রথমে একজন কুস্তিগীর, তারপর রাজনীতির বিষয়। আমি কুস্তিগীরদের যন্ত্রণা অনুভব করছি। কুস্তিগীররা সমস্যার যে সমাধান চাইছেন সেটা যাতে হয় তার সবরকম চেষ্টাই আমি করব।

ফেডারেশনে অনৈতিক কাজকর্মের প্রতিবাদ

ফেডারেশনে অনৈতিক কাজকর্মের প্রতিবাদ

অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস-সহ আন্তর্জাতিক আসরে দেশের মুখ উজ্জ্বল করা কুস্তিগীররা চান ফেডারেশন ভেঙে নতুন পদাধিকারীদের হাতে দায়িত্ব দেওয়া হোক। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের যৌন নির্যাতন ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। ভিনেশ ফোগাট গতকাল অভিযোগ করেন, অলিম্পিকে খারাপ পাফরম্যান্সের পর তাঁকে খোটা সিক্কা বলেছিলেন ফেডারেশন সভাপতি। মানসিকভাবে এমন নির্যাতন চালিয়েছিলেন তাতে আত্মহত্যার ভাবনাও মাথায় এসেছিল। এমনকী মুখ খোলার জন্য হত্যার হুমকিও দেওয়া হয়। ফেডারেশন সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের কুকীর্তি সামনে আনছেন কুস্তিগীররা। কুস্তিগীররা ফেডারেশন থেকে ন্যূনতম সম্মান পান না বলে অভিযোগ।

দাবিতে অনড় কুস্তিগীররা

দাবিতে অনড় কুস্তিগীররা

এরই মধ্যে জানা গিয়েছে, বজরং, তাঁর স্ত্রী সঙ্গীতা, ভিনেশ, সরিতা মোর, আনশু মালিক, অন্তিম পাঙ্গলকে ক্রীড়া সচিব সুজাতা চতুর্বেদী বৈঠকে ডেকেছেন। ববিতা ধর্নাস্থল থেকে চলে যাওয়ার পরই এই ডাক এসেছে। ফেডারেশন সভাপতির মতো লখনউয়ে জাতীয় শিবিরে কয়েকজন কোচও মহিলা কুস্তিগীরদের নানাভাবে হেনস্থা ও নির্যাতন করেন বলে অভিযোগ। কুস্তিগীররা সাফ জানিয়েছেন, তাঁদের এই প্রতিবাদ কেন্দ্রীয় সরকার বা সাইয়ের বিরুদ্ধে নয়। ফেডারেশনে যে সব অনৈতিক কাজ চলছে তারই অবসান চাইছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টি আকর্ষণও করেছেন কুস্তিগীররা।

ব্যবস্থা নিচ্ছে সরকার

ব্যবস্থা নিচ্ছে সরকার

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন অভিযুক্ত ফেডারেশন সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর দাবি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এর পিছনে এক বড় শিল্পপতির হাত রয়েছে। ভিনেশ যখন খারাপ পারফরম্যান্স করে হেরে গিয়েছিলেন, তখন আমিই তাঁকে মোটিভেট করেছিলাম। যৌন নির্যাতনের কোনও ঘটনাই ঘটেনি। যদি কেউ এমনটা হয়েছে বলে প্রমাণ দিতে পরেন আমি নিজে গলায় ফাঁস দেব। তাঁর এবং ফেডারেশনের অন্য আধিকারিকদের সম্পর্কে যে অভিযোগগুলি উঠেছে তা নিয়ে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে বিস্তারিতভাবে শরণ জানিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

English summary
Wrestlers Including Bajrang Punia, Vinesh Phogat Demand New Wrestling Federation. Accused President And BJP MP Called Central Sports Minister Anurag Thakur To Clarify Allegations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X